১৯ জুন ইসরাইলের প্রচার মাধ্যমে বলা হয়েছে , সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী ওলমার্ট বলেছেন, ইসরাইল ও সিরিয়ার মধ্যে প্রত্যক্ষ শান্তি আলোচনা খুব দূরে নয়।
একটি খবরে জানা গেছে, ১৮ জুন ফ্রান্সের " লা ফিগারোকে" দেয়া একটি বিশেষ সাক্ষাত্কারে ওলর্মাট বলেছেন, তুরস্কের মধ্যস্থতায় সম্প্রতি ইসরাইল ও সিরিয়ার মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হয়েছে । যদি দু'পক্ষের মধ্যে আলোচনার বিশদ কর্মসূচী ও আলোচ্য বিষয়ে মতৈক্য হয় তাহলে দু'দেশের মধ্যে প্রত্যক্ষ আলোচনা শুরু হবে। তিনি সঙ্গে সঙ্গে বলেন, ইসরাইল-সিরিয়া সম্পর্ক উন্নত হলে গোটা মধ্য-প্রাচ্য অঞ্চলের পরিস্থিতি পরিবর্তিত হবে।
উল্লেখ্য, তুরস্কের মধ্যস্থতায় ১৬ জুন ইসরাইল ও সিরিয়ার মধ্যে দ্বিতীয় দফা পরোক্ষ শান্তি আলোচনা শেষ হয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী আলি বাবাকান ১৭ জুন বলেছেন, ইসরাইল ও সিরিয়ার মধ্যে দু দফা সফল পরোক্ষ শান্তি আলোচনার পর আগামী মাসে দু'পক্ষের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে ।
|