  ১৯ জুন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট নামবারিন এংখবেয়ার এবং প্রধানমন্ত্রী সানজ বেয়ার পৃথক পৃথকভাবে চীনের ভাইস-প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
এংখবেয়ার বলেন, চীনের সঙ্গে সুপ্রতিবেশীসূলভ সহযোগিতা সুসংহত ও উন্নয়ন করা মঙ্গোলিয়ার অটল নীতি। মঙ্গোলিয়া সরকার আগের মতই একচীন নীতি অনুসরণ এবং তাইওয়ান ও তিব্বত বিষয়ক সমস্যায় চীনের অবস্থানকে সমর্থন করে।
সি চিন পিং বলেন, চীন সরকার মঙ্গোলিয়ার সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং সম্মিলিত প্রচেষ্টায় মৈত্রী সুসংহত, যোগাযোগ ও সহযোগিতা জোরদার এবং চীন-মঙ্গোলিয়া সম্পর্কের নিরন্তর ও সুষ্ঠু উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।
সি চিন পিংয়ের সঙ্গে বৈঠককালে সানজ বেয়ার বলেন, মঙ্গোলিয়া চীনের সঙ্গে উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চেষ্টা চালাতে ইচ্ছুক। খোং চিয়া চিয়া
|