চীনের সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান অঞ্চলের নদীগুলোতে সৃষ্ট ৩৪টি ভূমিকম্প হ্রদের ব্যবস্থাপনায় ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে । এ পর্যন্ত এর মধ্যে ৩৩টি হ্রদের বিপদ দূর হয়েছে । ১৮ জুন রাতে সিছুয়ান প্রাদেশিক জলসেচ বিভাগ এ কথা জানিয়েছে ।
ওয়েন ছুয়ান ভূমিকম্প হওয়ার পর জলসেচ বিভাগ এ সব হ্রদের সম্ভাব্য আশংকা মোকাবিলার জন্য একটি কার্যকর কার্যক্রম প্রণয়ন করে । এ কার্যক্রম অনুযায়ী হ্রদ ভেঙে পড়ার ঝুঁকি দূর করার জন্য সংশ্লিষ্ট শহর ও জেলা প্রশাসকদের মধ্যে দায়িত্ব-বন্টন ব্যবস্থা চালু করা হয় । এর ভিত্তিতে হ্রদের বিপদ দূরীকরণ ও স্থানীয় অধিবাসীদের পুনর্বাসনের জন্য বিস্তারিত নিয়ম কানুন নির্ধারণ করা হয়েছে ।
জানা গেছে , ৩৪টি হ্রদের মধ্যে ১২টি হ্রদের বিপদ কেটে গেছে এবং ২১টি হ্রদের সমস্যা কমে এসেছে । (থান ইয়াও খাং)
|