v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-19 18:17:54    
নিজের কথা না ভেবে তিনি অন্যের বিপদে ঝাপিয়ে পড়েন

cri
বিপদের সময় তিনি নিজের ও নিজপরিবারের নিরাপত্তার চিন্তা না করে তিনজন গ্রামাবসীকে উদ্ধার করার জন্য ঝাড়িয়ে পড়েছিলেন। ব্যস্ত কৃষি মৌসুমেও তিনি তার গ্রামের কমিউনিস্ট পার্টির ক্যাডারদেরকে নেতৃত্ব দিয়ে অন্যান গ্রামবাসীদেরকে সহায়তা করেন। তখনও তিনি নিজের ক্ষেতের ফসলের কথা চিন্তা করেন না তাঁর নাম মাও ছংওয়েন। তিনি সিছুয়ান প্রদেশের নানছং শহরের নানবু জেলার তাওয়াং থানার ফানরং গ্রামের কমিউনিস্ট পার্টির সম্পাদক মাও ছংওয়েন।

গত ১২ মে বেলা দুইটা ২৮ মিনিটে চীনের ওয়েনছুয়ানে ভয়াবহ ভূমিকম্প হয়। তখন মাও ছংওয়েন নিজের বাড়িতে বই পড়ছিলেন। হঠাত্ বাড়িঘর ফেঁপে উঠলো।

তিনি চিত্কার করে তাঁর স্ত্রীকে বলেন, 'ভূমিকম্প হচ্ছে, বাইরে যাও!' এরপর তিনি নিজের স্ত্রীর কথা না ভেবে ৮৬ বছর বয়সী বৃদ্ধ লিউ দেচেনের বাড়ির দিকে দৌড়াতে থাকেন।

লিউ দেচেনের ছেলে বাইরে কাজ করেন ও তাঁর মেয়ের বিয়ে হয়েছে অনেক দূরে। তাঁর বাড়ি মাটির তৈরি গত শতাব্দীর ৭০ দশকে বানালো। কয়েক বছর ধরে মাও ছংওয়েন লিউ দেচেনকে সব ধরণের সাহায্য সহাযোগিতা করে আসছেন। মাও ছংওয়েন একটাই দুষ্টিন্তা ছিল এই বড় ভূমিকম্পে লিউ দেচেনের বাড়িঘর ধসে পড়বে।

লিউ ছংওয়েনের বাড়িতে যাওয়ার সময় মাও ছংওয়েন গ্রামবাসী মাও কুওইউকে দেখতে পান। মাও কুওইউ একটি বিদ্যুত্ লাইনের খুঁটি শক্ত করে আকড়ে ধরে আছেন, চোখে মুখে আতংক। তখন তার জানা ছিলনা যে, খুঁটিটি দ্রুত ভেঙ্গে পড়বে।

এ পরিস্থিতিতে মাও ছংওয়েন মাও কুওইউকে ঠেলে নিরাপদ জায়গায় নিয়ে যান এবং মাও কুওইউ বিপদ থেকে রক্ষা পান।

এরপর মাও ছংওয়েন লিউ দেচেনের বাড়িতে যাওয়ার জন্য দৌঁড়াতে থাকেন। মাও ছংওয়েন লিউ দেচেনের বাড়িতে পৌঁছান তখন লিউ দেচেন পুরোপুরি দিশেহারা। তার পাড়ি ধরে পড়েছে কিনা কিংবা তার কি আস্বা। মাও ছংওয়েন লিউ দেচেনকে তাঁর পিঠে তুলে কোনো হুঁশই তার ছিলনা দৌড়ে বাড়ির বাইরে যান। তাঁরা যখন বাইরে পা রাখেন ঠিক তখনই হুড়মুড় করে ধসে পড়ে ঘরটি।

এরপর মাও ছংওয়েন খুব দ্রুতভাবে গ্রামে কোথায় বিপদ ঘটতে পারে তা নিজে ভাবতে থাকেন এবং ফান চিফুর বাড়ি ঘুরে দেখার ঙ্গরিত্ সিদ্ধান্ত নেন। ফান চিফুর মেয়ে ফান সুইহং কয়েক বছর ধরে বিছানায় অচল হয়ে পড়ে আছেন। ফান চিফুর বাড়িতে পৌঁছে মাও ছংওয়েন দেখলেন, তার বাড়িঘর ছাদের টালিগুলো মাটিতে খসে খসে পড়ছে। মাও ছংওয়েন দ্রুত বাড়িতে ঢুকে ফান সুইহংকে পিঠে নিয়ে বাইরে দৌঁড়দেন। তাঁরা বাইরে পৌঁছানোর সময় বাড়িঘর ছাদ পুরোটাই ভেঙ্গে মাটিতে পড়েছিল।

এভাবে কয়েক মিনিটের মধ্যে মাও ছংওয়েন নিজের নিরাপত্তার কথা না ভেবে তিনজন গ্রামবাসীকে উদ্ধার করেন।

ভূমিকম্প হওয়ার তিন দিন পর তাওয়াং থানার কমিউনিস্ট পার্টি কমিটি একটি অগ্রণী উদ্ধার ও ত্রাণ দল গঠন করে। মাও ছংওয়েন ছিলেন এ দলের প্রথম শাখা দলের প্রধান। তাঁর নেতৃত্বে প্রথম শাখা দল দুর্গত নাগরিকদেরকে কৃষি কাজ করার সহায়তার পাশাপাশি বাড়িঘর পুনর্নির্মাণ করতৃএ।

১৫ মে মাও ছংওয়েন অন্য গ্রামের নেতাদের সঙ্গে যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে তাদের জন্য অস্থায়ী তাঁবু স্থাপন করেন।

এছাড়া, মাও ছংওয়েনসহ গ্রামের নেতারা গ্রামবাসীদেরকে কৃষি কাজেও সহায়তা করেন। এক সপ্তাহের মধ্যে সকল গ্রামের ফসল কাটা ও চারা রোপন সম্পন্ন হয়। কিন্তু মাও ছংওয়েন নিজের কৃষি কাজের কথা ভাবার সময় পান নি। তাঁর স্ত্রী একাই তাঁর বাড়িতে কৃষি কাজ করেন।

'চারা কয়েক দিন পর রোপন করলে কিংবা কয়েক দিনের পর ফসল কাটলে না হয় কিছু ফসল কম হবে। দরকার আমরা একটু কম খাবো। আমাদের বাড়ির কৃষি কাজ ছোট একটা ব্যাপার। এরজন্য সব মানুষের কাজ তা পড়ে থাকতে পারে না।' মাও ছংওয়েন তাঁর স্ত্রীকে বুঝিয়েছেন এভাবেই।

মাও ছংওয়েনের জন্মস্থান ভূমিকম্পে ক্ষতি গ্রস্ত হলেও তিনি ভয়াবহ দুর্গত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কাজে অংশ নিতে চান। কিন্তু তাকে স্বেচ্ছাসেবক হিসেবে দুর্গত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কাজে অংশ নেয়ার অনুমতি দেয়া হয় নি। এরপর তিনি ২শো ইউয়ান চাঁদা দেন।

নিজের গ্রামে ফিরে যাওয়ার পর তিনি মনে করেন, চীনের কিমিউনিস্ট পার্টির একজন সদস্য হিসেবে দুর্গত অঞ্চলের জন্য তাঁর উচিত আরো বেশি চাঁদা দেয়া। তিনি নানবু জেলার কমিউনিস্ট পার্টির সংগঠন বিভাগ থেকে জানতে পারেন যে, কমিউনিস্ট পার্টির বিশেষ সদস্যদের চাঁদা দেয়ার প্রক্রিয়ায় তিনি দুর্গত অঞ্চলকে চাঁদা দিতে পারেন। সেজন্য তিনি আবারো এক হাজার ইউয়ানের চাঁদা দেন। মাও ছংওয়েনের যে আর্থিক অবস্থা তাতে এক হাজার ইউয়ান অনেক টাকা তাঁদের আয় মোটও বেশি নয়।

বাড়িতে ফিরে মাও ছংওয়েন বিশেষ চাঁদা দেয়ার উপলদ্ধি তাঁর স্ত্রীকে জানিয়েছেন। কিন্তু তাঁর স্ত্রী তাঁকে কিছু ভূল যাবেন। তিনি বলেন, ' তুমি দুর্গত অঞ্চলকে একবার চাঁদা দিয়েছ। কেন আবার বিশেষ চাঁদা দিতে যাবে? তুমি সবসময় অন্যদেরকে সাহায্য করো, আথচ নিজের স্বাস্থ্যের দিকে কোনো খেয়াল নেই। তুমি আসলে কি চাও।

'আমি কিছুই চাই না। আমি কোন বিপদ্যাস্ত মানুষকে সহায়তা করতে চাই। দুর্গত মানুষগুলো আমাদের নিজেদের পরিবারের সদস্যের মত। তাঁদের কঠিন আস্থায়, আমাদের উচিত সহায়তা করা। এভাবেই মাও ছংওয়েন তাঁর বিশেষ চাঁদা দেয়ার অনুভূতি তাঁর স্ত্রীকে বোঝাতে সক্ষম হন অবশেষে তার স্ত্রী রাজি হন। তাঁর নেতৃত্বে সারা গ্রামের কমিউনিস্ট পার্টির সদস্যরা পৃথক পৃথকভাবে বিশেষ চাঁদা দেন।

ওয়েনছুয়ান ভূমিকম্প হওয়ার পর ফানরুং গ্রামবাসীদের খেতের ফল বিক্রি নিয়েও সমস্যা তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। মাও ছংওয়েন দ্রুত লানচৌ ও ছংছিংয়ের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন। মাত্র ৫ দিনের মধ্যে সারা গ্রামের ফল বিক্রি ব্যবস্থা করেন।

এরপর মাও ছংওয়েন গ্রামে জলসেচ ব্যবস্থা ও সড়ক পুনর্গঠনের চেষ্টা করেন। তার নেতৃত্বে গ্রামের অবস্থা দ্রুত বদলে যায়।

মাও ছংওয়েন চীনের কমিউনিস্ট পার্টির তৃণমূল পর্যায়ের একটি কমিটির সম্পাদক। তিনি বরাবরই জনগণের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে দেখেন। তাওয়াং থানার কমিউনিস্ট পার্টির সম্পাদক সম্পর্কে তার এ কথা বলেন।

ছাই ইউয়ে