চীন ও জাপান ১৮ জুন রাতে পূর্ব সমুদ্র সমস্যায় মতৈক্যে পৌঁছেছে। দু'দেশই এটিকে পারস্পরিক কল্যাণমূলক ও অভিন্ন সমৃদ্ধি হিসেবে অ্যাখ্যায়িত করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ১৮ জুন বলেন, সমুদ্র সীমানার ভাগভাগি বাস্তবায়নের আগে দু'দেশের নিজের আইন ও অবস্থান সুরক্ষার ভিত্তিতে দু'দেশ সহযোগিতা করতে রাজী হয়েছে। এখন পর্যন্ত দু'দেশ কার্যক্রমের জন্য ৭টি অঞ্চল নির্ধারণ করেছে।
চিয়াং ইউ বলেন, দু'দেশের এবারের মতৈক্য ও যৌথ কার্যক্রম অঞ্চল নির্ধারণে সমঝোতায় উপনীত হওয়া দু'দেশের পূর্ব সমুদ্রকে শান্তি, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সমুদ্রে পরিণত করার ক্ষেত্রে মতৈক্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
জাপানের পররাষ্ট্র মন্ত্রী কোমুরা মাসাহিকো ১৮ জুন বলেন, জাপান ও চীনের পূর্ব সমুদ্র সমস্যায় মতৈক্য পৌঁছানোর ঘটনা দু'দেশের কৌশলগত পারস্পরিক কল্যাণমূলক সম্পর্কের গুরুত্বপূর্ণ সাফল্য। এর পর দু'দেশ সংলাপের মাধ্যমে যেকোনো কঠিন সমস্যা সমাধান করতে পারবে।
ছাই ইউয়ে
|