v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-19 17:09:27    
পঞ্চম এশিয়া-ইউরোপ পার্লামেন্টারি অংশীদারিত্ব সম্মেলন পেইচিংয়ে শুরু

cri
১৯ জুন সকালে পঞ্চম এশিয়া-ইউরোপ পার্লামেন্টারি অংশীদারিত্ব সম্মেলন পেইচিং-এ শুরু হয়েছে। এশিয়া ও ইউরোপের পার্লামেন্টের ১৫১জন নেতা ও প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিচ্ছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য 'এশিয়া-ইউরোপ সহযোগিতা জোরদার এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করন'।

চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তিনি তার ভাষণে তিনি এশিয়া-ইউরোপ সহযোগিতার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া ক্ষেত্রে এশিয়া-ইউরোপ সম্মেলন এবং এশিয়া-ইউরোপ পার্লামেন্টারি অংশীদারিত্ব সম্মেলনের ইতিবাচক ভুমিকাকে স্বীকৃতি দেন এবং এই সম্মেলনের ভবিষ্যত উন্নয়ন সম্পর্কে প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, এশিয়া-ইউরোপ সম্মেলনের কাঠামোয় কার্যক্রম অব্যাহত রাখা এবং এশিয়া-ইউরোপ নতুন অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবিচল থাকা অত্যন্ত জরুরি। এছাড়া সমান ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সংলাপ জোরদার করা, অব্যাহতভাবে অভিন্ন স্বার্থ সম্প্রসারণে অবিচল থাকতে হবে। নিজস্ব বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সহযোগিতার ভিত্তি সম্প্রসারণ করতেও অবিচল থাকতে হবে।

তিনি আরো বলেন, চীনের জাতীয় গণ কংগ্রেস এশিয়া-ইউরোপ পার্লামেন্টারি অংশীদারিত্ব সম্মেলনের বিভিন্ন সদস্যের সঙ্গে সহযোগিতা জোরদার, এশিয়া-ইউরোপ জনগণের মৈত্রী গভীরতর এবং এশিয়া-ইউরোপীয় পারস্পরিক কল্যান ত্বরান্বিত করার জন্য চেষ্টা চালাতে ইচ্ছুক।

খোং চিয়া চিয়া