জাতিসংঘ মহাসচিব বান কি মুন ১৫ জুন সৌদি আরব সফর শেষ করে গণ মাধ্যমকে বলেছেন, সারা বিশ্বে দিনে দিনে বেড়ে যাওয়া অশোধিত তেলের চাহিদা মেটানোর জন্য সৌদি আরব এ বছরের জুলাই মাস থেকে অশোধিত তেলের দৈনিক উত্পাদন বাড়িয়ে ২ লাখ ব্যারেল করবে।
১৫ জুন সৌদি আরবের পশ্চিমাংশের বন্দর শহর জেদ্দায় বান কি মুন সৌদি আরবের রাদশা আব্দুল্লাহ বিন আবদেলাজিজ এবং তেল ও খনিজ সম্পদ মন্ত্রী আলি বিন ইব্রাহিম আল-নায়মি প্রমুখ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করেন। দু'পক্ষ তেলের উচ্চ মূল্য এবং অন্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে নায়মি বলেন, ক্রেতাদের অনুরোধ অনুযায়ী, সৌদি আরব অশোধিত তেলের উত্পাদনের পরিমাণ বাড়াবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|