দু'দিন ব্যাপী অষ্টম এশিয়া ও ইউরোপ অর্থমন্ত্রী সম্মেলন ১৬ জুন দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে শেষ হয়েছে। সম্মেলনের পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তেল, খাদ্য ও অন্যান্য প্রধান পণ্যের দ্রুত মূল্য বৃদ্ধি বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর হুঁমকি হয়ে দাঁড়াচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, তেল, খাদ্য ও অন্যান্য প্রধান পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গুরুতর চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এটা বিশ্বের দারিদ্র জনসংখ্যার জন্য মারাত্মক পরিনাম বয়ে আনবে। সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিরা প্রধান প্রধান পণ্যের মূল্য বৃদ্ধি প্রবণতা নিয়ন্ত্রণের জন্য কৃষি ও জ্বালানি ক্ষেত্রের বিনিয়োগ বাড়ানোসহ নানা ব্যবস্থা গ্রহণে একমত হয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|