এশীয় উন্নয়ন ব্যাংকের নির্বাহী পরিচালক রজত এম নাগ ১৫ জুন কুয়ালালামুপরে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ফোরামের পূর্ব এশিয়া সম্মেলনে বলেছেন, পরবর্তী কয়েক বছরে এশিয়ার অর্থনীতির সামনে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে মুল্য স্ফীতি।
নাগ বলেন, যদি এশীয় দেশগুলোর সরকার মূল্য স্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রা নীতি ও আর্থিক নীতি কার্যকর করতে না পারলে, এশিয়ার মূল্য স্ফীতি আরও বাড়বে এবং চাকরিজীবীদের বেতন বাড়ানোর চাহিদা ও পণ্যের মূল্য ধারাবাহিকভাবে বেড়ে যাবে। তিনি আরো বলেন, মূল্য স্ফীতি দরিদ্র মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে।
তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক মনে করে, এ বছর এশিয়া অঞ্চলের মূল্য স্ফীতির হার ৫.১ শতাংশ হবে। এটা হচ্ছে গত দশ বছরের সর্বোচ্চ রেকর্ড। (ইয়ু কুয়াং ইউয়ে)
|