চীনের দুর্গত অঞ্চলের শিশুদের প্রথম গ্রীষ্মকালীন শিবির ভাল গ্রীষ্মকালীন সুষ্ঠু শিশু শিবির ১৮ জুন সাংহাই'এর ল্যুচৌতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সিছুয়ান প্রদেশের মিয়ানচুন শহরের থুমেন থানা প্রাথমিক স্কুলের ২০ ছাত্রছাত্রী এ গ্রীষ্মকালীন শিবিরে মানসিক চিকিত্সা গ্রহণ করবে।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, দুর্যোগের মাস খানেক পর শিশুদের মানসিক চিকিত্সা করার সবচেয়ে ভালো সময়। এখন থেকে উদ্ধার ও ত্রাণ কাজকে পুনর্গঠন ও পুনর্বাসনের কাজে পরিনত হবে। এবারের গ্রীষ্মকালীন শিবিরের উদ্যোক্তা পক্ষ আশা করে, ধারাবাহিক ও কার্যকর পরতায় শিশুরা নিজের মনের ভাব প্রকাশ করবে।
জানা গেছে, এবারের ১০দিনের গ্রীষ্মকালীন শিবিরে ১১জন বিশেষ শিক্ষক সারা দিন শিশুদের সঙ্গে থেকে তাঁদেরকে প্রশিক্ষণ দেবেন। প্রত্যেক শিশুর অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এবারের গ্রীষ্মকালীন শিবির হল প্রথম দফা মানসিক চিকিত্সা। এরপর দ্বিতীয় ও তৃতীয় দফায় অন্য পদ্ধতিতে এসব শিশুদেরকে মানসিক চিকিত্সা দেয়া হবে।
ছাই ইউয়ে
|