পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনের জৈব জ্বালানী সম্পদ সংক্রান্ত সেমিনার ১৯ জুন ব্যাংককে শেষ হয়েছে। দু'দিনের সেমিনারে অংশগ্রহণকারীরা সারা বিশ্বে জ্বালানী ও খাদ্যশস্য সংকট পরিস্থিতিতে জৈব জ্বালানী উদ্ভাবন, উত্পাদন, অভিজ্ঞতা ও প্রযুক্তি উন্নয়ন ও প্রচারের সমস্যা এবং ভবিষ্যতে জৈব জ্বালানী সম্পদ উন্নয়নের নান দিক নিয়ে আলোচনা করেছেন।
১৮ জুন থাইল্যান্ডে চীনা দূতাবাসের কাউন্সিলর ছেন দেহাই সেমিনারে চীনের পক্ষ থেকে বলেন, চীন জৈব জ্বালানী সম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। চীন খাদ্যশস্যের খাত দখল ও পরিবেশ বিনষ্ট না করার নীতিতে তরল জৈব জ্বালানী উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করতে চায়।
আসিয়ানের ১০টি সদস্য দেশ, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের জৈব জ্বালানী সম্পদ বিষয়ক বিশেষজ্ঞ ও কর্মকর্তারা এবারের সেমিনারে অংশ নেন।
ছাই ইউয়ে
|