চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ১৮ জুন বলেন, চীন ও জাপানের সমতাভিত্তিক আলোচনায় পূর্ব চীন সাগর বিষয় মতৈক্য হয়েছে।
চিয়াং ইউ বলেন, গুরুত্বের সঙ্গে পরামর্শের মাধ্যমে সমুদ্র সীমানা নির্ধারণ বাস্তবায়নের আগে দু'পক্ষ যার যার আইন সুরক্ষার ভিত্তিতে সহযোগিতা করতে রাজি হয়েছে। যৌথ অনুসন্ধানের মাধ্যমে পারস্পরিক কল্যাণমূলক নীতিতে বর্তমানে দু'পক্ষ সাতটি সামুদ্রিক অঞ্চলকে দু'পক্ষের অভিন্ন উন্নয়নের অঞ্চল হিসেবে নির্ধারণ করেছে। সুনির্দিষ্ট বিষয়গুলো দু'পক্ষ পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেবে।
চিয়াং ইউ বলেন, চীন ও জাপান পূর্ব চীন সাগর সম্পর্কে একমত হয়েছে এবং অভিন্ন উন্নয়নের প্রথম ধাপে সমঝোতায় পৌঁছেছে। এটি হচ্ছে দু'দেশের নেতাদের পূর্ব চীন সাগরকে শান্তি, সহযোগিতামূলক ও বন্ধুত্বপূর্ণ সাগরে পরিণত করার বিষয়ে মতৈক্যে পৌঁছানোর গুরুত্বপূর্ণ উপায়।(লিলু)
|