১৯ জুন বিকালে মঙ্গোলিয়া সফররত চীনের ভাইস-প্রেসিডেন্ট সি চিন পিং উলানবাটোরে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী সানজ বাইয়ারের সঙ্গে বৈঠক করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, এবারের সফরের মাধ্যমে চীন-মঙ্গোলিয়া সরকার ও জনগণের সমঝোতা, পারস্পরিক বিশ্বাস ও মৈত্রী ত্বরান্বিত, অধিকতরভাবে দু'দেশের সহযোগিতা ও যোগাযোগ সুসংহত ও সম্প্রসারিত হবে এবং দু'দেশের সম্পর্ক এগিয়ে যাবে। তিনি বলেন, এ বছরের মে মাসে চীনের সিছুয়ান ভয়াবহ ভূমিকম্পের পর মঙ্গোলিয়া চীনকে জরুরী ত্রাণ সাহায্য দিয়েছে। চীন এর জন্য আন্তরিক ধন্যবাদ জানায়।
বাইয়ার সি চিন পিংয়ের সফরকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বিশ্বাস করেন, সি চিন পিংয়ের সফর এবং দু'দেশের বৈঠক দু'দেশের সুপ্রতিবেশীসূলভ, বন্ধুপ্রতীম ও সহযোগিমূলক উন্নয়নকে ত্বরান্বিত করবে। তিনি সিছুয়ান ভূমিকম্পে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আবারো সমবেদনা জানান।
খোং চিয়া চিয়া
|