চীন ও তাইওয়ান প্রণালীর দু'পারের ষষ্ঠতম প্রকল্পের সাফল্য বিনিময় মেলা ১৮ জুন ফুযৌতে শুরু হয়েছে । তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলাকালে আধুনিক কৃষি , ইলেকট্রনিক তথ্য সহ নানা ধরনের প্রকল্পের বিনিময় কাজ চালানো হবে । দুশোরও বেশী ইউনিট এই মেলায় অংশ নিয়েছে। তাদের মধ্যে রয়েছে তাইওয়ান বিশ্ববিদ্যালয় সহ তাইওয়ানের ৩৩টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান , বিজ্ঞান গবেষণালয় ও অন্যান্য সংস্থা।
এছাড়া, এবারের মেলায় বিশেষভাবে "দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ" সংক্রান্ত বিষয়কে জনপ্রিয় করে তোলা হবে। দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সর্ম্পকিত ৫০টি প্রকল্পের সাফল্যকে জনপ্রিয় করা হবে ।
|