ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি'র সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন ১৮ জুন উগান্ডার রাজধানী কাম্পালায় শুরু হয়েছে । অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষ এবং ইরাকের পুনর্গঠনসহ এ অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা করবেন ।
তিন দিনব্যাপী অধিবেশনে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সুদান , আফগানিস্তান ও কোটেডিভারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন ।
বিশ্বব্যাপী খাদ্য সংকট ও অশোধিত তেলের মূল্য বৃদ্ধি মোকাবিলা এবারের অধিবেশনের দু'টি প্রধান অর্থনৈতিক আলোচ্য বিষয় । অধিবেশনে দারিদ্র্য বিমোচন , অর্থ বিনিয়োগ এবং আর্থ-বাণিজ্যিক বিষয়েও আলোচনা করা হবে । (থান ইযাও খাং)
|