চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউয়ু ১৮ জুন জানিয়েছেন, চীন ও জাপানের মধ্যে আলোচনায় পূর্ব সাগর কর্মসূচীতে নীতিগত মতৈক্য হয়েছে। তিনি বলেন, পূর্ব সাগরীয় অঞ্চলের সীমানা ভাগাভাগি বাস্তবায়নের আগে দু'দেশের নিজ নিজ আইনগত অধিকারের মনস্তত্তকে আঘাত না করে দু'পক্ষের মধ্যে সহযোগিতা চালাতে উভয় দেশই রাজি হয়েছে । ভবিষ্যতে এ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
জানা গেছে, অভিন্ন উন্নয়নের প্রথম ধাপে চীন ও জাপান সাতটি অঞ্চলকে দু'পক্ষের সম্মিলিত উন্নয়নের জায়গা হিসেবে নির্ধারন করেছে । যৌথ অনুসন্ধান ও পারষ্পরিক কল্যাণের ভিত্তিতে দু'পক্ষের কাছে গ্রহণযোগ্য জায়গাগুলো বাছাই করা হয়েছে।
মুখপাত্র চিয়াং ইউয়ু বলেন, চীন ও জাপানের মধ্যে পূর্ব সাগর কর্মসূচী নিয়ে নীতিগত মতৈক্য হওয়া এবং অভিন্ন উন্নয়নে প্রথম ধাপের সমঝোতা হচ্ছে দু'দেশের শীর্ষ নেতাদের মধ্যে পূর্ব সাগরকে একটি শান্তি, সহযোগিতা ও সৌর্হাদ্যপূর্ণ সাগরে রুপান্তর করার ক্ষেত্রে একটি গুরুত্বর্পূণ পদক্ষেপ।উল্লেখিত সাফল্য অর্জনের ফলে পূর্ব সাগরের শান্তি ও স্থিতিশীলতা, জ্বালানি সহ নানা ক্ষেত্রে দু'দেশের পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা ও সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল বিকাশের জন্য কল্যাণকর । এটা দু'দেশ ও দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ।
|