v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-18 18:33:31    
সি ছুয়ানের দুর্গত অঞ্চলের মানুষ জন্মভূমি পুনর্গঠনের জোর চেষ্টা চালাচ্ছে

cri
    ১২ মে সি ছুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের পর এক মাস পার হয়ে গেছে । বর্তমানে সিছুয়ানের দুর্গত অঞ্চলের মানুষ উত্পাদন পুনরুদ্ধার ও জন্মভূমি পুনর্গঠনের কাজ করছেন । সি ছুয়ান প্রদেশের শিল্প উত্পাদন পুনরুদ্ধারের সময়সূচী ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে , কৃষকরা ফসল কাটা ও বোপনের কাজে ব্যস্ত রয়েছেন ।

    ভূমিকম্পের আগে চীনে সি ছুয়ান প্রদেশের অর্থনীতির স্থান ছিল অষ্টম। ভূমিকম্পে সি ছুয়ানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । ত্রাণ কাজ চালানোর পাশাপাশি উত্পাদন পুনরুদ্ধার সি ছুয়ান প্রদেশের প্রধান কাজ । চীনের কমিউনিষ্ট পার্টির সি ছুয়ান প্রাদেশিক কমিটির সম্পাদক লিউ ছি পাও বলেন , আমাদের নিজের শক্তিরউপর নির্ভর করে ব্যাপক চেষ্টা চালানো উচিত । শুধু সরকারের উপর নির্ভর করা ও বাইরের সাহায্যের জন্য অপেক্ষা করা ঠিক নয় । আমরা প্রধানত নিজের উপর নির্ভর করে জন্মভূমি পুনর্গঠন করবো ।

    শিল্প হলো সি ছুয়ান প্রদেশের অর্থনীতির প্রধান অবলম্বন । ভূমিকম্পে শিল্প উত্পাদনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।    সি ছুয়ান প্রদেশের রাজধানী ছেন তুর জনসংখ্যা এক কোটির বেশি , অর্থনীতির মোটমূল্য প্রদেশের মোট শিল্পমূল্যের তিন ভাগের এক ভাগ । তাই দুর্গত অঞ্চল পুনর্গঠনে ছেন তু শহরের প্রভাব বেশি । ছেন তু শহরের পার্টি কমিটির সম্পাদক লি ছুন ছেন বলেন , ছেন তু শহরের আর্থ-সামাজিক উন্নয়নে ওয়েন ছুয়ানের ভয়াবহ ভূমিকম্পের ক্ষতিকর প্রভাব বেশি । দুর্গত অঞ্চলের পুনর্গঠন ও উত্পাদন পুনরুদ্ধারের কাজে অনেক অসুবিধা রয়েছে । এ অবস্থার পরিপ্রেক্ষিতে যত তাড়াতাড়ি সম্ভব উত্পাদন পুনরুদ্ধার জরুরী । আমাদের অবশ্যই ছেন তু শহরের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতি পুনরুদ্ধারের চেষ্টা চালাতে হবে ।

     শিল্পোত্পাদন পুনরুদ্ধারের জন্য দুর্গত অঞ্চলের পুনর্গঠন যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করতে হবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে হবে । ছেন তু শহরের ছিং ইয়াং অঞ্চলের পার্টি কমিটির সম্পাদক ছু চিয়েন হোন বলেন , অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করার জন্য আমরা উপকূলীয় অঞ্চলের শিল্পোন্নত অঞ্চলে প্রতিনিধি দল পাঠিয়েছি । সেখানকার শিল্পপ্রতিষ্ঠানগুলো যাতে ছেন তু শহরে বিনিয়োগ করে অথবা শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করে । বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য ছেনতু শহরের সুবিধাগুলো প্রচার করতে হবে ।

    দেশের বিভিন্ন স্থানে পাঠানো প্রতিনিধি দল সুখবর নিয়ে এসেছে । দুর্গত অঞ্চলকে সাহায্য ও সমর্থন করার জন্য অনেক শিল্পপতি ও ব্যবসায়ী সি ছুয়ানে এসেছেন । একজন বিনিয়োগকারী বলেন , আমাদের ছেন তু শহরে বিনিয়োগের দৃঢ ইচ্ছা পরিবর্তিত হয় নি । কিছু দিনের মধ্যে আমাদের দশ কোটি মার্কিন ডলার মূল্যের গ্লাস ফাইবার কারখানা ছেন তু শহরে স্থাপিত হবে ।

    এখন ছেন তু শহরের ৩২৮৫টি বড় শিল্প প্রতিষ্ঠানের উত্পাদন পুনরায় শুরু হয়েছে । এটা বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর ৯৫ শতাংশের মতো। সি ছুয়ান প্রদেশের শিল্প উত্পাদন আগামী তিন মাসের মধ্যে পুরোপুরিপুনরুদ্ধার করা হবে ।

    বর্তমানে গ্রীষ্মকালীন ফসল কাটার মৌসম । কৃষকরা খাদ্যশস্য ও তৈলজাত শস্য কাটার কাজে ব্যস্ত রয়েছেন । দুর্গত অঞ্চলে কর্মরত সৈন্য ও স্বেচ্ছাসেবকরাও কৃষকদের সঙ্গে ফসল কাটা ও নতুন ফসল বোনার কাজ করছেন ।

সি ছুয়ান প্রদেশের সুই নিন শহরের সেহোং জেলার পা তি গ্রামে কৃষক চান ছিও লিন ক্ষেতে ফসল বোনার কাজে ব্যস্ত রয়েছেন । ভূমিকম্পে তার বসতবাড়ি ধসে পড়েছে । তিনি ও তার পরিবার পরিজন এখন তাবুতে থাকেন । তিনি জন্মভূমি পুনর্গঠনে আশাবাদী । তিনি বলেন , আমরা শুধু সরকারের সাহায্যের জন্য বসে থাকতে পারি না । আমরা কৃষক , চাষের জমি থাকলেই আমরা কঠিন সময় অতিক্রম করতে পারবো ।

    সি ছুয়ানের দুর্গত অঞ্চলের মানুষ নিজের হাতে জন্মভূমি পুনর্গঠন করতে সংকল্পবদ্ধ ।