জাতীয় ভূতাত্বিক নেটওয়ার্কের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, পেইচিং সময় ১৮ জুন বিকাল ১টা ২৩ মিনিটে পশ্চিম চীনের ছিং হাই প্রদেশের চি তুও জেলায় রিক্টার স্কেলে ৫.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। জানা গেছে, এবারের ভূমিকম্পে কেউ হতাহত হয়নি এবং ছিংহাই-তিব্বত রেল পথ ক্ষতিগ্রস্ত হয়নি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল হোহ সিল প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলে অবস্থিত এবং এর গড় উচ্চতা সমুদ্র সমতল থেকে প্রায় ৫ হাজার মিটার। এটি তিব্বতী হরিনের প্রধান আবাসস্থল। হোহ সিল প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল জানিয়েছে, তিব্বতী হরিন বা অন্যান্য অতিবিরল প্রাণী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।–খোং চিয়া চিয়া
|