১৭ জুন 'চায়না চারম'(China Charm) ও 'এক্সপেরিয়েন্স(experience) বাংলাদেশ' শীর্ষক সাংস্কৃতিক বিনিময় অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান পেইচিংয়ের ছাও ইয়াং(朝阳) সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রথম বারোর মতো চীনের কোন বেসরকারী সংস্থা এ ধরণের চীন-বাংলাদেশের লোকশিল্প বিনিময় অনুষ্ঠান আয়োজন করলো। চীনের লোকশিল্প সমিতির কাগজ-কাটা পরিষদ ও স্মার্ট এইস আন্তর্জাতিক লিমিটেডের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়। চীনে বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও ব্রুনেই –এর রাষ্ট্রদূতগণ, চীনের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি এবং নামকরা শিল্পীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুনশি ফয়েজ আহমেদ তাঁর ভাষণে এ অনুষ্ঠানের চমত্কার ব্যবস্থাপনার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশ ও চীনের সরকারের স্বাক্ষরিত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির ভিত্তিতে সাংস্কৃতিক ক্ষেত্রে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক বজায় রয়েছে এবং সরকারের বিভিন্ন স্তরে এই চুক্তি কার্যকর হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের বেসরকারী শিল্প প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে সাংস্কৃতিক ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতায় যোগ দিচ্ছে। তারা সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করেছে। এটা হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে চীনের ঐতিহ্যিক লোকশিল্প তুলে ধরার নতুন পদ্ধতি।
অনুষ্ঠানে থাইজি-মুষ্টিযুদ্ধ, লোকসংগীত, কাগজ-কাটাসহ চীনের নিজস্ব বৈশিষ্ট্যের লোকশিল্প দেখানোর পাশাপাশি বাংলাদেশের শিল্পী বাংলাদেশের নৃত্য ও সুন্দর হস্তাক্ষর শিল্প প্রদর্শন করেছেন। বাংলাদেশের শিল্পীদের নৈপুন্য দেখে চীনা দর্শকরা মুগ্ধ হয়েছে।
|