কিছু দিন আগে চীনের নামকরা ঐতিহ্যিক খুন ছু অপেরা ' ছান সেন তিয়েন ' পেইচিংয়ে মঞ্চস্থ হয়েছে । এ খুন ছু অপেরার প্রধান অভিনেতা ছাই চেন রেন চীনের অন্যতম বিখ্যাত খুন ছু অপেরা শিল্পী । তিনি এ অপেরায় থান রাজবংশের রাজা লি লুন চি'র চরিত্রে অভিনয় করেছেন । এ বছর ছাই চেন রেনের বয়স ৬৮ বছর । তার বয়স অপেরা ' ছান সেন তিনে ' রাজা থান মিন হুয়ানের প্রায় সমান । খুন ছু অপেরা ' ছান সেন তিয়েন '-এ থান রাজবংশের রাজা লি লুন চি ও ইয়াং ইয়ু হুয়ানের প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে । এ অপেরা সপ্তদশ শতাব্দীর বিখ্যাত অপেরা লেখক হোং সেনের প্রতিনিধিত্বকারী রচনা । ইয়াং ইয়ু হুয়ান রাজা থান মিন হুয়ানের উপপত্নী । তিনি বুদ্ধিমতী ও সুন্দরী এবং নাচ ও গান ভালো পারেন । রাজা থান মিন হুয়ান তাকে এতো ভালোবাসতেন যে রাজ্যের শাসন কাজ অবহেলা করতেন । রাজ্যের সৈন্যবাহিনী ও অধিবাসীরা এর জন্য অসন্তোষ প্রকাশ করেন। রাজ্যের কিছু যুদ্দবাজ এ সুযোগে বিদ্রোহ করে । এ অবস্থার পরিপ্রেক্ষিতে রাজ্যের পতন এড়ানোর জন্য রাজা থান মিন হুয়ান ইয়াং ইয়ু হুয়ানকে আত্মহত্যার নিদের্শ দিলেন । এ অপেরা শুধু প্রেমের অপেরা নয় , এ অপেরায় তখনকার সমাজের বিশৃঙ্খল অবস্থা ও অধিবাসীদের দুঃখদুদর্শা প্রতিফলিত হয়েছে এবং রাজার প্রেমে ডুবে রাজ্যের শাসন উপেক্ষা করার কর্মকান্ডের সমালোচনা করা হয়েছে ।
খুন ছু অপেরা ' ছান সেন তিয়েন ' একটি পুরনো অপেরা । এর আগে ছাই চেন রেন এ অপেরার প্রায় এক শ'টি অনুষ্ঠানে অভিনয় করেছেন । তাই রাজা থান মিন হুয়ানের চরিত্র তিনি ভালো করে জানেন । তিনি বলেন , আগে অনেকে মনে করেন , থান মিন হুয়ান একজন রোমান্টিক রাজা । তিনি নারীকে ভালোবাসেন না , শুধু তার সৌন্দর্যের জন্য শুধু ইয়াং ইয়ু হুয়ানকে নিজের পাশে রাখেন । তাদের ধারনায় রাজারা একজন নারীকে আন্তরিকভাবে ভালোবাসতে পারে না ,তারা শুধু নারীর সৌন্দর্য উপভোগ করার জন্য নিজের পাশে অনেক উপপত্নী রাখেন । তবে আমি মনে করি ,থান রাজবংশের রাজা থান মিন হুয়ান উপপত্নী ইয়ান ইয়ু হুয়ানকে ভালোবাসেন । ইতিহাসে এ ধরনের রাজা কম হলেও উপপত্নী ইয়াং কুই ফেইয়ের প্রতি থান মিন হুয়ানের আন্তরিকতা ছিল । তবে তিনি ইয়াং ইয়ু হুয়ানকে সারা দিন নিজের পাশে রাখেন বলে রাজ্যের শাসনকাজ ব্যাহত হয় ।
ছাই চেন রেন সাংহাই কুন ছু অপেরা দলের প্রধান । তার বাবা একজন অপেরা অনুরাগী। ছাই চেন রেনের বয়স যখন দুই-তিন বছর , তার বাবা তাকে সঙ্গে নিয়ে থিয়েটারে যেতেন । ছোট বেলায় ছান চেন রেন বাবার সঙ্গে সাংহাইয়ের বিভিন্ন থিয়েটারে পিকিং অপেরা ,দক্ষিণ চীনের ইউয়ে অপেরা ও সু চৌ শহরের ফিংথান উপভোগ করেন , তবে খুন ছু অপেরা কখনো দেখেন নি। তার বয়স যখন সাত-আট বছর , ছাই চেন রেন ও তার সঙ্গীরা পাঠ্য বইয়ের কাহিনীর ভিত্তিতে নাটক রচনা করেন এবং অভিনয় করেন। ১৯৫৪ সালে ছাই চেন রেন সাংহাই ছুনছু অপেরা দলে ভর্তি হন। তখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে খুন ছু অপেরা শিখতে শুরু করেন ।
গত শতাব্দীর ষাটের দশকে সাংহাই যুব পিকিং অপেরা ও খুনছু অপেরা দল প্রতিষ্ঠিত হয় । ১৯৬১ সালে এ দল অনুষ্ঠান পরিবেশনের জন্য হংকংয়ে যায় । হংকংয়ে যাওয়া শিল্পী দলের দশজন প্রধান অভিনেতা অভিনেত্রীর মধ্যে ছাই চেন রেন ছিলেন অন্যতম । অপেরা ' পাই সে চুয়ান '-এ ছাই চেন রেন সুই সিয়েনের চরিত্রে অভিনয় করেন । তার অভিনয় ও গানের শৈলী অনেকটা তার শিক্ষক ইয়ু চেন ফেইয়ের মতোই । এর জন্য তিনি শিক্ষক ও দশর্কদের প্রশংসা পেয়েছেন । ১৯৮২ সালে ছাই চেন রেন সু চৌয়ে অপেরা ' খু সিয়ান ' ও ' সিয়ে চুয়ান '-এর চমত্কার অভিনয়ের জন্য শিক্ষক ও দশর্কদের প্রশংসা পেয়েছেন । তারা মনে করেন ছাই চেন রেন হচ্ছেন খুন ছু অপেরার প্রতিনিধিত্বকারী উত্তরাধিকার । ছাই চেন রেন বহু বার রাজা থান মিন হুয়ানের চরিত্রে অভিনয় করেছেন বলে খুন ছু অপেরা মহল তাকে জ্যান্ত থান মিন হুয়ানের আখ্যা দিয়েছে । থান মিন হুয়ান থান রাজবংশের বিখ্যাত রাজা লি লুন চি ।
সাংহাই খুন ছুন অপেরা দলে ভর্তির পর ছাই চেন রেনের শেখা প্রথম অপেরা হচ্ছে ' ছান সেন তিয়েন ' । এর পরের কয়েক দশক পরও এ অপেরার অনুষ্ঠান বন্ধ হয় নি । ছাই চেন রেন বলেন , আমার বয়স ৬৮ বছর হয়েছে । আমি ভাবতেও পারি না যে খুন ছু অপেরার দশর্ক বেশি হচ্ছে , বিশেষ করে তরুণ দশর্কের সংখ্যা দ্রুত বাড়ছে । এতে আমি মুগ্ধ হয়েছি । খুন ছু অপেরা ' ছান সেন তিয়েন ' একটি পুরনো অপেরা , এ অপেরার অনেক অনুষ্ঠান হয়েছে , তবুও দশর্কদের সংখ্যা কমছে না । এতে আমি অনুপ্রাণীত হয়েছি । আমি এত খুশি হয়েছি যে এক সময় নিজের বয়স ভুলেছি । খুন ছু অপেরার ভবিষ্যতের জন্য আমি আরো বেশি কাজ করতে আগ্রহী। ঐতিহ্যিক খুন ছু অপেরার উত্তরাধিকার প্রশিক্ষণ আমার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব । এটা আমি কখনো ভুলি নি।
নব্বইয়ের দশকে ছাই চেন রেন ও তার সমবয়সী শিল্পীদের বয়স পঞ্চাশ বছর ছাড়িয়ে যায়। তাই খুন ছু অপেরার উত্তরাধিকার প্রশিক্ষণ তাদের কাছে একটি জরুরী কাজ হয়ে দাঁড়িয়েছে । ১৯৯৩ সালে কিছু তরুণ খুন ছু অভিনেতা –অভিনেত্রী সাংহাই খুন ছু দলে ভর্তি হয় । তখন থেকে ছাই চেন রেনসহ প্রবীণ শিল্পীরা নিজের প্রধান কাজ মঞ্চে অভিনয় থেকে তরুণ শিল্পীদের প্রশিক্ষণে পরিণত হয় । তারা অভিণয়ের পাশাপাশি হাতেকলমে তরুণ শিল্পীদের প্রশিক্ষণের কাজ করেন ।
খুন ছু অপেরা মানব জাতির একটি অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার । প্রবীন শিল্পী দ্বারা তরুন শিল্পীদের হাতে কলমে শেখানোর মাধ্যমে এ ঐতিহ্যিক অপেরার উত্তরাধিকার লাভ করে । খুন ছু অপেরার প্রসার সম্পর্কে ছাই চেন রেন বলেন , ছুন ছু অপেরা উন্নয়নের প্রবণতা ভালো । পঞ্চাশের দশকে সরকার খুন ছু অপেরার মান উন্নত করা ও জনপ্রিয়তা বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দেয় । তবে এর পরের বিশ-বাইশ বছরে খুন ছুর দশর্ক সংখ্যা কম ছিল । গত কয়েক বছরে খুন ছুর দশর্ক সংখ্যা আবার বাড়তে থাকে । গত কয়েক বছরে সাংহাইয়ে খুন ছু অপেরার দশর্কের মধ্যে তরুণের সংখ্যা অনেক বেড়েছে । এবার খুন ছু অপেরা ' ছান সেন তিয়েন ' সাংহাইয়ে মোট ৩২টি অনুষ্ঠান পরিবেশিত হয়েছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , দশর্কদের মধ্যে ১৯ থেকে ৩৫ বছর বয়সের দশর্কের অনুপাত দাঁড়িয়েছে ৬৬.৭ শতাংশ । সাংহাইয়ের সব অপেরার মধ্যে খুন ছু অপেরার তরুণ দশর্কের সংখ্যা সব চেয়ে বেশি ।
গত বছর চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ছাই চেন রেনকে খুন ছু অপেরার প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছে । তার ছাত্র সংখ্যা বেশি । তার ছাত্র প্রশিক্ষণের পদ্ধতি হলো প্রথমে ছাত্ররা শিক্ষকের অভিনয় দেখেন , তার পর ছাত্ররা শিক্ষকের শৈলী অনুসারে অপেরা অভিনয় করেন , শিক্ষকরা মঞ্চের নীচে বসে ছাত্রদের অভিনয় দেখেন , অভিনয় শেষে শিক্ষকরা ছাত্রদের অভিনয় সম্পর্কেমন্তব্য করেন । ছাত্ররা শিক্ষকের মন্তব্য অনুসারে নিজের দুবর্লতা সংশোধন করেন । ছাই চেন রেন এ পদ্ধতিতে তার শিক্ষকের কাছ থেকে দীর্ঘ ২৭ বছর শিখেছিলেন । বাস্তব অনুশীলন প্রমাণ করেছে যে এ পদ্ধতি কার্যকর। তাই ছাই চেন রেনও এ পদ্ধতিতে তার ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন ।
|