v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-18 12:00:35    
চীন 'সাংস্কৃতিক উত্তরাধিকার দিবস' উদযাপনে নানামুখী অনুষ্ঠান(ছবি)

cri

    ১৪ জুন চীনের তৃতীয় 'সাংস্কৃতিক উত্তরাধিকার দিবস'। ঐতিহ্যিক সংস্কৃতির ওপর জনগণের সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর জন্য প্রতি বছর সাংস্কৃতিক উত্তরাধিকার দিবসে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও বিভিন্ন স্তরের সংস্কৃতি বিভাগ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর ভয়াবহ ভূমিকম্প দুর্গত সিছুয়ান প্রদেশের লোক শিল্পীরা পেইচিং এসে বিশেষ অনুষ্ঠান পরিবেশন করেছেন। তারা অনুষ্ঠানের মাধ্যমে তাদের দৃঢ় মানসিক শক্তি প্রকাশ করেছেন। তা ছাড়া পেইচিং মহানগরে শতাধিক প্রদর্শনী, অনুষ্ঠান ও সেমিনারসহ নানা ধরনের অনুষ্ঠান হয়েছে। এর মধ্য দিয়ে দেশি-বিদেশি অতিথিরা চীনের প্রাচীন ও মূল্যবান ঐতিহাসিক সাংস্কৃতিক উত্তরাধিকার জানতে পেরেছেন।

    সাংস্কৃতিক উত্তরাধিকার সুরক্ষার জন্য চীন সরকার প্রতি বছরের জুন মাসের দ্বিতীয় শনিবারকে 'সাংস্কৃতিক উত্তরাধিকার দিবস' হিসেবে ২০০৬ সালে ঘোষণা করে। তখন থেকে প্রতি বছর এ দিবসে বিভিন্ন স্তরের সরকার জনগণের মনোযোগ আকর্ষণের জন্য নানা কর্মসূচী আয়োজন করে।

    চলতি বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার দিবসের বিষযবস্তু আগের বছরগুলোর তুলনায় আলাদা। ১২ মে চীনের সিছুয়ানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে বহু সাংস্কৃতিক উত্তরাধিকার ধ্বংস হয়ে গেছে। গুরুতর দুর্গত সিছুয়ান, শেনশি ও কানসুসহ নানা অঞ্চলের সাংস্কৃতিক উত্তরাধিকার অত্যন্ত সমৃদ্ধ। জাতীয় উত্তরাধিকার ব্যুরোর উপ-মহাপরিচালক তোং পাও হুয়া তথ্য মাধ্যমকে জানিয়েছেন, '৫ জুন পর্যন্ত আমরা সিছুয়ান, কানসু, শেনশি, ছোংছিং, ইয়ুনান, শানশি ও হুপেইসহ সাতটি প্রাদেশিক উত্তরাধিকার প্রশাসনিক বিভাগের দেয়া উত্তরাধিকারের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট পেয়েছি। মোট ১৬৯টি জাতীয় প্রধান উত্তরাধিকার সংরক্ষণ সংস্থা এবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সিছুয়ানের দুটি স্থান বিশ্ব সাংস্কৃতিক হেরিটেজ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। একটা হচ্ছে তুচিয়াংইয়ানের ছিংছেন পাহাড়। আরেকটা ও মেই পাহাড়। তা ছাড়া আরো ২৫০টি প্রাদেশিক পর্যায়ের উত্তরাধিকার সংরক্ষণ ইউনিটও ভিন্ন ভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নানা জাদুঘরে সংরক্ষিত ২৭৬৬টি উত্তরাধিকার নষ্ট হয়েছে। এর মধ্যে অতি মূল্যবান উত্তরাধিকারের সংখ্যা ২৯২।'

    ভূমিকম্প দুর্গত অঞ্চলের বিষয়গত সাংস্কৃতিক উত্তরাধাকিরের ওপরও গুরুতর প্রভাব ফেলেছে। সিছুয়ান প্রদেশের চারটি বিষয়গত সাংস্কৃতিক উত্তরাধিকার জাদুঘর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জাদুঘরগুলোতে সংরক্ষিত দশ হাজারটিরও বেশি বিষয়গত সাংস্কৃতিক উত্তরাধিকার নষ্ট হয়ে গেছে। চীনের একমাত্র ছিয়াং জাতি স্বায়ত্তশাসিত পেইছুয়ান জেলা ভূমিকম্পে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ছিয়াং জাতির বিষয়গত সাংস্কৃতিক উত্তরাধিকার ও উপাত্ত সব মাটির নিচে চাপা পড়েছে।  

চীনের সংস্কৃতি উপমন্ত্রী চৌ হো পিং

   চীনের সংস্কৃতি উপমন্ত্রী চৌ হো পিং ভূমিকম্পের পর দুর্গত অঞ্চলে গিয়ে সাংস্কৃতিক উত্তরাধিকারের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন। তিনি নিজের চোখে সেখানকার দুর্দশা দেখেছেন এবং দুর্গত অঞ্চলের সাংস্কৃতিক উত্তরসূরীদের দৃঢ়তাও দেখেছেন। তিনি বলেন, 'সিছুয়ানের লোক শিল্পীরা দৃঢ়তার সঙ্গে বলেছেন, এমন একটা সময়ে আমাদের দুর্গত অঞ্চলের সমৃদ্ধ বিষয়গত সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা এবং সিছুয়ানের মানুষদের মানসিক শক্তি প্রদর্শন করা উচিত। ১৪ জুন সাংস্কৃতিক উত্তরাধিকার দিবসে সিছুয়ানের ৮৮ জন লোক শিল্পী পেইচিংয়ের জাতিগত সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠান পরিবেশন করেছেন। এর মধ্যে ২৩ জন হচ্ছেন পেইছুয়ান জেলার ছিয়াং জাতির শিল্পী।'

চীনের শিল্পকলা একাডেমির উপ-মহাপরিচালক চাং ছিং শান

   সাংস্কৃতিক উত্তরাধিকার দিবস উদযাপনের জন্য চীনের সংস্কৃতিক মন্ত্রণালয় ৪৬টি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। চীনের শিল্পকলা একাডেমির উপ-মহাপরিচালক চাং ছিং শান বলেন, 'এ অনুষ্ঠানের চারটি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে সিছুয়ানের সুর ও প্রাচীনকালের সংগীত। এ সংগীতগুলো দেশের বিষয়গত সাংস্কৃতিক উত্তরাধিকার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় অংশ হচ্ছে ছিয়াং জাতির প্রাচীনকালের নৃত্য ও সংগীত। এখন মানুষ ছিয়াং জাতির সংস্কৃতির ওপর বিশেষভাবে নজর দিচ্ছেন। ফলে ছিয়াং জাতির প্রতিনিধিত্বকারী নৃত্য ও গান বাছাই করে দর্শকদের দেখানো হবে। তৃতীয় অংশ হচ্ছে লিয়াং পাহাড়ে বসবাসকারী ঈ জাতির রীতিনীতি। চতুর্থ অংশটি হচ্ছে তিব্বতী জাতির কাংপা শাখার প্রাচীনকালের সংগীত।'

    চাং ছিং শান বলেন, এবার পেইচিংয়ে আসার শিল্পীদের মধ্যে চার জন ভূমিকম্পে তাদের স্বজন হারিয়েছে। তবে তারা অনুষ্ঠান পরিবেশন করেছেন। এটাই হচ্ছে চীনের পাঁচ হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকারের ধারাবাহিকতা বজায় রাখার গোপন শক্তি। আমরা বিশ্বাস করি যে, শিল্পীদের দৃঢ়তা ও আশাবাদ দর্শকদেরকে উত্সাহিত করবে।

    ভুমিকম্প দুর্গত অঞ্চলের শিল্পীদের পরিবেশনা থেকে আমরা শিল্পীদের দায়িত্ববোধ অনুভব করতে পেরেছি। পেইচিং পৌর সরকার আয়োজিত শতাধিক অনুষ্ঠান, প্রদর্শনী ও বক্তৃতার মধ্য দিয়ে চীনের সাংস্কৃতিক উত্তরাধিকারের গভীর মর্ম অনুভব করা যায়।

    ৪ জুন থেকে পেইচিংয়ের বিভিন্ন জেলা ও অঞ্চলের জাদুঘর ও পাবলিক হলে ঐতিহাসিক অপেরা শুরু হয়েছে। অনুষ্ঠানগুলো অলিম্পিক গেমসের শেষ পর্যন্ত চলতে থাকবে। পেইচিং সংস্কৃতি ব্যুরোর মহাপরিচালক চিয়াং কুং মিন বলেন, 'জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাত্ গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্রতিবন্ধী অলিম্পিক গেমস চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ধারাবাহিকভাবে দেখানো হবে। বিশেষ করে প্রাচীন নগর পেইচিং ও সারা দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহাসিক সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রদর্শনী চলবে।'

    জানা গেছে, পেইচিং '২০০৮ পেইচিং অলিম্পিক রঙিন দীপ কর্মসূচী' আয়োজন করবে। তখন পেইচিংয়ের কিছু গণ জমায়েত স্থলে চীনের ঐতিহ্যিক লন্ঠন দিয়ে সাজানো হবে। ৮ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের বিভিন্ন অঞ্চলের পেশাগত অপেরা দল পেইচিংয়ে এসে স্থানীয় অপেরা অনুষ্ঠান পরিবেশন করবে। পেইচিংয়ের জাদুঘর ও পার্কসহ নানা গণ জমায়েত স্থলে বিশেষজ্ঞগণ বক্তৃতা করবেন এবং চীনের খাদ্য সংস্কৃতি ও স্থাপত্য শিল্পসহ নানা বিষয় নিয়ে দেশি-বিদেশি দর্শকদের সঙ্গে আলোচনা করবেন।

    সম্প্রতি চীন সরকার দ্বিতীয় দফা জাতীয় পর্যায়ের বিষয়গত সাংস্কৃতিক উত্তরাধিকারের নামের তালিকা প্রকাশ করবে। অনুমান অনুযায়ী, এই তালিকার মধ্যে ৬০০টিরও বেশি সাংস্কৃতিক উত্তরাধিকার অন্তর্ভুক্ত থাকবে। এভাবে চীনের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ ব্যবস্থা আরো পূর্নাঙ্গতা পাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)