চীনে সমগ্র দেশের জনগণের জ্বালানী সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণের চেতনা বাড়ানোর পাশাপাশি সার্বিকভাবে জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থ কমানোর কাজ আরো জোরদার করতে হবে , যাতে জ্বালানী সম্পদের সাশ্রয় ও পরিবেশ- বান্ধব সমাজ গড়ে তোলার গতি দ্রুততর করা যায় । ১৬ জুন পেইচিংয়ে চীনের উপপ্রধান মন্ত্রী লি ক্ ছিয়াং এ কথা বলেছেন ।
তিনি বলেন , বর্তমানে চীনে অর্থনীতি স্থিতিশীলভাবে ও দ্রুত বিকশিত হচ্ছে । কিন্তু চীনের জ্বালানী সম্পদের অভাব রয়েছে এবং প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ ঘটে । সুতরাং অর্থনৈতিক বিকাশ এগিয়ে নিতে হলে জ্বালানী ও পরিবেশের ওপর আরো বেশি গুরুত্ব দিতে হবে । তিনি জোর দিয়ে বলেন , অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে জ্বালানী সম্পদের চাপ কমাতে হবে । সেজন্য যেমন সরবরাহের ক্ষমতা বাড়াতে হবে , তেমনি জ্বালানী সাশ্রয়ের কাজও ব্যাপকভাবে ত্বরান্বিত করতে হবে । (থান ইয়াও খাং)
|