১৬ জুন চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ছি শান ব্রিটেনের 'ফিন্যানশিয়াল টামস'কে বলেছেন যে, চীন-মার্কিন জ্বালানী সহযোগিতা হচ্ছে এমন এক বিকল্প যা উভয়ের জন্য কল্যাণকর।
ওয়াং ছি শান চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের বিশেষ প্রতিনিধি অর্থমন্ত্রী হেনরি পলসনের সঙ্গে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় চীন-মার্কিন চতুর্থ কৌশলগত অর্থনৈতিক সংলাপ পরিচালনা করবেন। তিনি বলেন, চীন সরকার জ্বালানী ও সম্পদ সাশ্রয় এবং পরিবেশ রক্ষার ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং সম্পদ সাশ্রয় ও পরিবেশ বান্ধব সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, জ্বালানী ও পরিবেশ ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের ব্যাপক সহযোগিতার অবকাশ আছে। দুটি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা জোরদার হলে চীন যেমন আরো ভালোভাবে দুটি সমস্যা মোকাবেলা করতে পারবে তেমনি যুক্তরাষ্ট্রের পুঁজিবিনিয়োগকারীদের জন্য বিরাট ব্যবসায়ী সুযোগ ও লাভ বয়ে আনবে।–খোং চিয়া চিয়া
|