দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ১৭ জুন সিউলে বলেছেন, কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার ছ'পক্ষীয় বৈঠকের তিনটি দেশ দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের প্রতিনিধি দলের নেতারা ১৯ জুন জাপানের টোকিওতে আলোচনা বসবেন।
জানা গেছে, তিন পক্ষ সাক্ষতের পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল ২০ জুন পেইচিংয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ তা ওয়েই'র সঙ্গে স্বাক্ষাত্ করবেন। তাঁরা ছ'পক্ষীয় বৈঠকের প্রতিনিধি দলের সম্মেলন শুরুর বিষয়ে আলোচনা করবেন।
গত মাসের ১৮ ও ১৯ তারিখে দক্ষিণ কোরিয়া,যুক্তরাষ্ট্র ও জাপান যুক্তরাষ্ট্রে সাক্ষাত্কালে উত্তর কোরীয় পারমাণবিক সমস্যায় নিজ নিজ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল।
(ওয়াং তান হোং)
|