১৬ জুন লুক্সেমবার্গে ইইউর সদস্য দেশের পরাষ্ট্রমন্ত্রীরা আইসল্যান্ড নণভোটে " লিসবন চুক্তির " অনুমোদিত না হওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছেন । সম্প্রতি আইসল্যান্ডের গণ ভোটে এই চুক্তি নাকচ হয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রীদের আলোচনায় বড় কোন সাফল্য অর্জিত না হলেও ইইউর বেশ কয়েক জন কর্মকর্তা বলেছেন, ইইউর সম্প্রসারণ প্রক্রিয়া এ কারনে বিঘ্নিত হবে না।
ইইউর সম্প্রসারণ বিষয়ক সদস্য লেএন এর আগে বলেছেন, আইসল্যান্ডের গণ ভোটের ফলাফলের সঙ্গে ইইউর সম্প্রসারণের কোন "প্রত্যক্ষ সম্পর্ক" নেই। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, ইইউর সম্প্রসারণ ও ইউরোপের একীকায়নের প্রক্রিয়া বন্ধ হবে না।
ইইউর পালাক্রমিক চেয়ারম্যান দেশ স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, ইইউর সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মনে করেন, এই ঘটনা পর্যালোচনা ও এটা নিয়ে আলোচনা করতে ইইউর সময় প্রয়োজন। তিনি বলেন, ইইউর আপোষের ঐতিহ্য আছে। শেষ পযর্ন্ত এই জটিল সমস্যার সমাধানের উপায় পাওয়া যাবে। ১৬ জুন প্রাগে অনুষ্ঠিত একটি অধিবেশনে পোল্যান্ট, চেক, হাংগেরি ও স্লোভাগিয়ার নেতারা বলেছেন, আইসল্যান্ডে " লিসবন চুক্তি" নাকচ হওয়ার ঘটনা ইইউর সম্প্রসারণের ওপর কোন প্রভাব ফেলার কথা নয়।
|