 ১৭ জুন পশ্চিম চীনের সিন চিয়াং উইগুর জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে পেইচিং অলিম্পিক গেমসের প্রথম দিনের মশাল হস্তান্তর সুষ্ঠুভাবে শেষ হয়েছে।
প্রথম দিনের হস্তান্তর সিন চিয়াং উইগুর জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরমুছিতে অনুষ্ঠিত হয়। হস্তান্তর অনুষ্ঠান শুরু হওয়ার আগে মশালবাহকরা চীনের সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান ভূমিকম্পে নিহতদের শোকে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। মশালবাহকরা ছাড়াও সমাজের বিভিন্ন মহল ভূমিকম্প দুর্গত অঞ্চলের জন্য চাঁদা দিয়েছেন।
সকাল সাড়ে ৯টায় চীনের মুষ্টিযোদ্ধা রাজা হিসেবে খ্যাত আব্দুসিতি প্রথম মশাল বাহক হিসেবে উরমুছি গণ মহাচত্বর থেকে এই হস্তান্তর অনুষ্ঠান শুরু করেন। মশাল কয়েকটি বিখ্যাত স্থান ঘুরে সবশেষে সিনচিয়াং স্টেডিয়ামের পশ্চিম মহাচত্বরে পৌঁছায়। সর্বশেষ বাহক, প্রতিবন্ধী অলিম্পিক গেমসের চ্যাম্পিয়ন তীরন্দাজ ওয়াং ইয়ান হোং মশাল থেকে আগুনের আধারে অগ্নি প্রজ্বলন করেন।
মোট ২০৮ মশাল বাহক উরমুছিতে ১২.৪৮ কিলোমিটারের মশালযাত্রায় অংশ নেন।
১৮ জুন অলিম্পিক গেমসের মশাল সিনচিয়াং উইগুর জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশি শহরে হস্তান্তর হবে। –খোং চিয়া চিয়া
|