দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় ১৬ জুন জানিয়েছে , যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে স্থানীয় সময় ১৬ জুন ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়া সরকারের প্রতিনিধি দল ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়ায় গরু মাংস আমদানি সমস্যা নিয়ে আলোচনা হবে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের সূত্র থেকে জানা গেছে , বতর্মানে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গরুর মাংসের সমস্যা সমাধানের উপায় খোঁজানোর জন্য দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী কিম জন হোনের নেতৃত্বে দক্ষিণ কোরিয়া সরকারের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করছে । দু'পক্ষের মধ্যে দু'বার মন্ত্রী পর্যায়ের আলাপ-আলোচনা হয়েছে। দু দফা আলোচনার পর , প্রযুক্তিগত পর্যায়ের সমস্যার সমাধান সময়সাপেক্ষ বলে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল ১৬ জুন দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
একই দিন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে , দু'দেশের উচ্চ পদস্থ বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যে গরু মাংষ আমদানি-রফতানির বিষয়ে যে আলাপ-আলোচনা হয়েছে তাতে কোন সারগর্ভ অগ্রগতি অর্জিত হয়নি ।বিবৃতিতে আরও বলা হয়েছে , দু'দেশ কূটনৈতিক পদ্ধতিতে সংলাপ ও সহযোগিতা বজায় রেখে দু'পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে রাজি হয়েছে।
|