চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাংকের ডেপুটি গভর্নর ইয়াও জন মিন ১৬ জুন হারবিনে বলেছেন, বতর্মানে হেলোচিয়ান প্রদেশে রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাংকের প্রদত্ত ঋণের পরিমাণ এক কোটি ইউয়ানেরও বেশী। " চাঙ্গা আর্থিক উন্নয়ন ও হেলোচিয়াং পুরাতন শিল্প কেন্দ্র সংক্রান্ত উচ্চ পর্যায়ের ফোরামে " তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, হেলোচিয়াং সহ উত্তর-পূর্বাঞ্চলীয় শিল্প কেন্দ্র অতীতে চীনের শিল্পায়ন ও শহরায়ণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐতিহাসিক অবদান রেখেছে। গত শতাব্দীর ৯০-এর দশকের শুরু থেকে চীনে সার্বিকভাবে বাজার অর্থনীতি প্রবর্তিত হওয়ায় উত্তর-পূর্বাঞ্চলের পুরাতন শিল্প কেন্দ্র নানা ধরনের অসুবিধার মুখে পড়েছে । এ জন্য এই পুরাতন শিল্প কেন্দ্রকে চাঙ্গা করতে বিভিন্ন কর্মসূচী কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কোন কোন গুরুত্বপূর্ণ শিল্প-প্রতিষ্ঠানকে চাঙ্গা করার জন্য চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাংক ঋণ দিয়ে আসছে ।
ইয়াও জন মিন বলেন, পরর্বতীকালে হেলোচিয়াং প্রদেশের জ্বালানি, পরিবহণ ও গণ অবকাঠামো সহ অন্যান্য ক্ষেত্রের নির্মাণে উন্নয়ন ব্যাংক আরও সাহায্য করবে ।
|