পাকিস্তানে সশস্ত্র তালিবানদের ওপর আঘাত হানতে সীমান্ত অতিক্রম করার অধিকার আফগানিস্তানের আছে । ১৫ জুন কাবুলে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এ কথা বলেছেন ।
তিনি এ দিন একটি সংবাদ সম্মেলনে বলেন , যদি সশস্ত্র ব্যক্তিরা পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানী ও ইংগো-মার্কিন বাহিনীর ওপর আক্রমণ চালায় , তাহলে আত্মরক্ষা করার অধিকার আফগানিস্তানেরও আছে । আফগান নিরাপত্তা বাহিনী সীমান্ত অতিক্রম করে সশস্ত্র ব্যক্তিদের ওপর আঘাত হানবে ।
কারজাইয়ের এ বক্তব্যের উত্তরে এ দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি পুনরায় ঘোষণা করেন যে , কোনো বিদেশী বাহিনীকে পাকিস্তানে সামরিক অভিযান চালানোর অনুমতি পাকিস্তাদেবে না । কারণ পাকিস্তান একটি সার্বভৌমব দেশ । পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং সার্বভৌমত্ব লংঘন করার জন্য কাউকে অনুমতি দেওয়া হবে না । (থান)
|