চীনের ভূমিকম্প কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে তত্ত্বাবধান ও পরীক্ষার ব্যবস্থা জোরদার করতে হবে । ১৫ জুন সিছুয়ানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির সম্পাদক হো কুও ছিয়াং এ কথা বলেছেন ।
পার্টির সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের নির্দেশক্রমে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত সিছুয়ানের ভূমিকম্প কবলিত এলাকা পরিদর্শন করেছেন , দুর্গত মানুষ ও ত্রাণ কর্মীদের খোঁজ খবর নিয়েছেন এবং ভূমিকম্প প্রতিরোধ ও পুনর্গঠন প্রক্রিয়া সম্পর্কে ব্যাপারে নির্দেশা দিয়েছেন ।
ভূমিকম্প কবলিত এলাকায় তিনি ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ ও ব্যবহার পরিদর্শন করেছেন । তিনি বলেন , ত্রাণ সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে তত্ত্বাবধান ও পরীক্ষার ব্যবস্থা জোরদার করতে হবে । এ ক্ষেত্রে যে সব কর্মকর্তা শৃঙ্খলা লংঘন করবে , তাদেরকে শাস্তি দিতে হবে , যাতে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ যথাযথভাবে ভূমিকম্প কবলিত এলাকার দুর্গতদের জন্য ব্যবহার করা যায় । (থান )
|