১২ মে সিছুয়ানের ওয়েন ছুয়ান অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে কানসু প্রদেশও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে । বর্তমানে এ প্রদেশে ভূমিকম্পোত্তর পুনর্বাসন ও পুনর্গঠন সুশৃঙ্খলভাবে চলছে । ১৬ জুন পেইচিংয়ে কানসু প্রদেশের ডেপুটি গভর্নর ফুং চিয়ান সেন এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ।
তিনি বলেন , ১৪ জুন পর্যন্ত কানসু প্রদেশে ৩৬৫জন নিহত ও ১০ হাজারেরও বেশি লোক আহত হয়েছে । দুর্গত মানুষের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে । অনুমান করা হচ্ছে , ভূমিকম্পে এ প্রদেশের অর্থনৈতিক ক্ষতি ৪৪ বিলিয়ন ২৮ কোটি ইউয়ান ।
তিনি বলেন , ১৪ জুন পর্যন্ত কানসু প্রদেশে ত্রাণ তত্পরতা চালানোর ক্ষেত্রে চীন সরকার ৪৮৮ কোটি ৪০ লাখ ইউয়ান বরাদ্দ করেছে । কানসু প্রদেশ ১১০ কোটি ইউয়ানেরও বেশি নগদ অর্থ সাহায্য গ্রহণ করেছে । (থান ইয়াও খাং)
|