এখন চীনের বিভিন্ন স্থানে ইন্টারনেটে বেআইনীভাবে অলিম্পিক গেমস প্রতিযোগিতার সম্প্রচার বিরোধী কর্মসূচী আয়োজন করা হচ্ছে । গত সপ্তাহে শুরু হওয়া এ কর্মসূচী চার মাস স্থায়ী হবে। চীনের জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরোর গ্রন্থস্বত্ব সংরক্ষণ বিভাগের উপপ্রধান সুই ছাও বলেন , চীনের জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরো , গণ নিরাপত্তা মন্ত্রণালয় এবং শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচী আয়োজন করা হয়েছে । এ কর্মসূচীর প্রধান লক্ষ্য সম্পর্কে সুই ছাও বলেন , কর্মসূচীটির প্রথম কাজ হলো ইন্টারনেটের মেধাস্বত্ব লংঘনকারী বড় মামলার বিচার করা । গুরুতরভাবে গ্রন্থস্বত্বলংঘনকারীদের কারাদন্ডে দন্ডিত করা । দ্বিতীয় কাজ হলো ইন্টারনেটে বেআইনীভাবে অলিম্পিক গেমসের প্রতিযোগিতাগুলো সম্প্রচারের বিরোধিতা করা ।
সুই ছাও বলেন , এ কর্মসূচীর অন্যতম কাজ হলো ইন্টারনেটে মেধাস্বত্ব লংঘন সমস্যা নিরীক্ষা করা । জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরো ইতোমধ্যে বিভিন্ন স্থানের গ্রন্থস্বত্ব আইন প্রয়োগকারী বিভাগকে বিভিন্ন ওয়েবসাইট এবং সংগীত , চলচ্চিত্র , সফ্টওয়্যার , বইপত্র ও গেইমসের ওয়েবসাইটগুলো পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে এবং এ সব ওয়েবসাইটে প্রচারিত বিষয়বস্তু গ্রন্থস্বত্ব লংঘন করেছে কিনা , তা পরীক্ষা করে দেখা ।
সুই ছাও বলেন , সম্প্রতি চীনের বিভিন্ন স্থানের ওয়েবসাইটে গ্রন্থস্বত্ব লংঘনের সমস্যা বেড়ে গেছে । তিনি আশংকা প্রকাশ করে বলেন , অলিম্পিক গেমসের সময় ওয়েবসাইটে গ্রন্থস্বসত্ব লংঘন সমস্যা আরো বেশি হবে । এ সব ওয়েবসাইটে বেআইনীভাবে অলিম্পিক গেমসের প্রতিযোগিতা ও অনুষ্ঠান সম্প্রচার করা হবে । সুই ছাও বলেন , এ সমস্যা সম্পর্কে জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরোর অবস্থান সুস্পষ্ট । আর তা হলো অলিম্পিক গেমসের প্রতিযোগিতাগুলোর নিরাপদ সম্প্রচার নিশ্চিত করা । এর মধ্যে যেমন রয়েছে টেলিভিশন ও বেতারের প্রচার , তেমনি আছে ইন্টারনেট ও মোবাইল ফোনসহ নতুন তথ্য মাধ্যমের সম্প্রচার ।
সুই ছাও আরো বলেন , অলিম্পিক গেমসের সনদ , আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে চীন সরকারের স্বাক্ষরিত একাধিক চুক্তি এবং চীনের গ্রন্থস্বত্ব আইন ও অলিম্পিক গেমসের প্রতীক সংরক্ষণ চুক্তি অনুযায়ী বিনা অনুমতিতে ইন্টারনেটে অলিম্পিক গেমসের প্রতিযোগিতাগুলো সম্প্রচার করা বেআইনী । বর্তমান কর্মসূচীর প্রধান কাজই ইন্টারনেটে গ্রন্থস্বলংঘনকারীদের ওপর আঘাত হানা । তিনি বলেন , চীনের মূলভূভাগ ও ম্যাকাও অঞ্চলে অলিম্পিক গেমসের প্রতিযোগিতা ইন্টারনেটে সম্প্রচার করতে হলে কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের পাওয়া দরকার । বিভিন্ন ওয়েবসাইটে বেআইনীভাবে অলিম্পিক গেমসের প্রতিযোগিতাগুলো সম্প্রচারের বিরোধিতা করার পাশাপাশি নেটিজেনের আইন লংঘনকারী তত্পরতা নিষিদ্ধ করা হবে । চীনের অনেক নেটিজেন নিজের ব্লগে বা ফোরামে নিজের তোলা ছবিগুলো দেখাতে পছন্দ করেন । এটা স্বাভাবিক ব্যাপার । তবে তারা যদি অলিম্পিক গেমসের প্রতিযোগিতাগুলো ও মশাল হস্তান্তরের ছবিগুলো অনুমতি ছাড়া ইন্টারনেটে প্রচার করেন তাহলে সেটা গ্রন্থস্বত্ব লংঘনকারী তত্পরতা বলে বিবেচিত হবে । সেই সব ওয়েবসাইট ও নেটিজেনকে সব ছবি বাতিল করার নির্দেশ দেয়া হবে । কোনো ওয়েবসাইট ও নেটিজেন সংশ্লিষ্ট বিভাগের নির্দেশ অমান্য করে অব্যাহতভাবে গ্রন্থস্বস্ব লংঘন করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে ।
|