১৬ জুন অষ্টম এশিয়া-ইউরোপ অর্থমন্ত্রী সম্মেলন দক্ষিণ কোরিয়ার চেচু দ্বীপে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।
এবারের এশিয়া-ইউরোপ অর্থমন্ত্রী সম্মেলনের চারটি প্রধান আলোচ্য বিষয় হচ্ছেঃ বৈশ্বিক ও আঞ্চলিক সামষ্টিক অর্থনীতি ও অর্থ বাজারের প্রবণতা ও বিকল্প-ব্যবস্থা, ইউরোপের অর্থনীতির একীকরণের অভিজ্ঞতা ও প্রাপ্ত তথ্য এবং এশিয়ার ওপর এর প্রভাব, বাজারকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবেলার উপায় এবং অবকাঠামো প্রকল্পের অর্থ সংগ্রহ ও মাইক্রো ক্রেডিট। লি মিউং বাক আশা করেন, এবারের সম্মেলনের মাধ্যমে এশিয়া ও ইইউ'র দেশগুলো পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা বাড়াবে এবং বন্ধুর মতো 'ঘনিষ্ঠ' হবে।
এছাড়া অংশগ্রহণকারীরা এশিয়া-ইউরোপ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক এবং রাজনীতি, অর্থনীতি ও সমাজসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।–খোং চিয়া চিয়া
|