সম্প্রতি পেইচিং অলিম্পিক গেমসের প্রায় সাড়ে ৫ হাজার সেচ্ছাসেবক এইডস প্রতিরোধ ও বৈষম্য রোধ বিষয়ক প্রশিক্ষণ নিচ্ছন। চীনে জাতিসংঘ, চীনের রেড ক্রস সমিতি এবং কয়েকজন এইডস রোগী যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ চলছে।
জানা গেছে, এইডস সম্পর্কিত মৌলিক তথ্য সংবলিত ব্রোশিয়া ১ লাখ সেচ্ছাসেবকের মধ্যে বিতরণ করা হবে।
জাতিসংঘের যৌথ এইচআইভিও বিষয়ক কর্মসূচীর এইডস প্রক্রিয়া দপ্তরের চীন কার্যালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি বলেন, চীনের দক্ষ যুব সমাজের এইডস প্রতিরোধ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে এইডস প্রতিরোধ সম্পর্কিত সঠিক তথ্য প্রচারের বাহক বানাননো উচিত, যাতে এইডস সম্পর্কিত ভুল ধারনা শোধরানো যায় এবং এইডস রোগীদের বৈষম্যের শিকার হওয়ার ঘটনা দূর করা যায়।
(ওয়াং তান হোং)
|