চীন ধারাবাহিক ব্যবস্থা নিয়ে সারা দেশে জ্বালানী সাশ্রয় ত্বরান্বিত করবে ও জ্বালানী সম্পদ ব্যবহারের দক্ষতা বাড়াবে। এতে জ্বালানী সম্পদ সাশ্রয়ের জন্য অনুকূল অর্থনৈতিক নীতি বাস্তবায়ন, কার্যকর ও স্থিতিশীলভাবে জ্বালানী সম্পদের মূল্য সংস্কার এবং তেল ও প্রাকৃতিক গ্যাসের মূল্য পুনর্নিধারণ করার ব্যবস্থা রয়েছে।
১৫ জুন জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির একজন দায়িত্বশীল কর্মকর্তা এ কথা বলেন।
তিনি বলেন, ২০০৭ সালের অক্টোবর মাসে সংশোধিত 'জ্বালানী সাশ্রয় আইন' গত এপ্রিল মাসে কার্যকর হয়। চীন গুরুত্বপূর্ণ জ্বালানী সাশ্রয় পরিকল্পনার ওপর গুরুত্ব দেবে। এক হাজার শিল্প-প্রতিষ্ঠান জ্বালানী সাশ্রয় উন্নয়ন ত্বরান্বিত করবে ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জ্বালানী সম্পদ সাশ্রয় জোরদার করবে।
জানা গেছে, ১৫ জুন থেকে চীনে বার্ষিক জাতীয় জ্বালানী সম্পদ সাশ্রয় প্রচার সপ্তাহ শুরু হয়েছে। এবারের প্রচার সপ্তাহের প্রতিপাদ্য হলো 'সকল নাগরিক আইন অনুযায়ী জ্বালানী সম্পদ সাশ্রয়'।
ছাই ইউয়ে
|