"দক্ষিণ-উত্তর যৌথ ঘোষণা স্বাক্ষরের ৮ম বর্ষিকী উপলক্ষে ১৫ জুন দক্ষিণ ও উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার কুমকাং পাহাড়ে উদযাপনী অনুষ্ঠান করেছে।
জানা গেছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও বিদেশ থেকে আসা ৪০০ প্রতিনিধি এ দিনের অনুষ্ঠানে অংশ নেন এ দু'দেশের কোনো সরকারী কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাঁদের ভাষণে বলেন, ৮ বছর আগে এ একীকরণ প্রক্রিয়া জোরদার হয়েছে। উত্তর ও দক্ষিণ কোরিয়া সরকারের উচিত এ ঘোষণা বদ্ধস্তবায়ন করা এবং দু'জাতির যৌথ সমৃদ্ধির জন্য নিজ নিজ অবদান রাখা।
অন্য আরেক খবরে জানা গেছে, এ দিন দক্ষিণ কোরিয়ার কিছু বেসরকারী সংগঠন সিউলে সমাবেশ করে দক্ষিণ কোরিয়া সরকারের প্রতি যৌথ ঘোষণা বাস্তবায়ন, উত্তর কোরিয়ার প্রতি কঠোর নীতি পরিবর্তন করা এবং সরকারকে পুরায়ন বৈঠক শুরু করার আহ্বান জানিয়েছে।
একই দিন উত্তর কোরিয়ার রোদোং সিনমুন ও মিঞ্চু চোসোন পৃথকভাবে প্রকাশিত নিবন্ধে "দক্ষিণ ও উত্তর কোরিয়ার যৌথ ঘোষণা'র পতাকা উঠে তুলে ধরে জাতির ঐক্য জোরদার এবং পুরো জাতির শান্তি ও সমৃদ্ধি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
(ওয়াং তান হোং)
|