দক্ষিণপশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্পের পর পরই রাশিয়া, জার্মানী ও ইতালিসহ দশটি দেশের চিকিত্সক দল দুর্গত এলাকায় পৌঁছে ফার্যকর চিকিত্সা সেবা দিয়েছে। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনা চিকিত্সকদের সঙ্গে ফ্রান্সের চিকিত্সক দলের ভূমিকম্প পরবর্তী চিকিত্সা সেবার গল্প বলবো।
ভূমিকম্পের পর ১৩ দিনের মাথায় ফ্রান্সের চিকিত্সক দল দুর্গত এলাকায় পৌঁছে এবং উত্তর সিছুয়ান প্রদেশের কুয়াং ইউয়ান শহরের কেন্দ্রীয় হাসপাতালে চিকিত্সা সেবার কাজ শুরু করে। চিকিত্সা দলের মহাপরিচালক পিয়েরে দ্য ভিলেনিউভ বলেছেন, চিকিত্সা সেবা দলের ১৩জন চিকিত্সকের জরুরী ত্রাণ চিকিত্সার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন ভারত মহাসাগরে সুনামির ঘটনায় দুর্গতদের চিকিত্সা সেবা দিয়েছেন। তিনি বলেছেন, (১)
আমাদের চিকিত্সা দল তিনটি গ্রুপ নিয়ে গঠিত। দলে জরুরী ত্রাণ চিকিত্সক ও নার্স অন্তর্ভূক্ত রয়েছেন। প্রতিটি দলের সদস্যদেরকে তাদের নিজ নিজ ইচ্ছা অনুযায়ী দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন দমকল কর্মীও রয়েছেন। দলের অন্য সদস্যরা হচ্ছেন নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত সৈন্য। এ দুটি অংশ ফ্রান্সের স্বদেশ ও বিশ্বের দুর্যোগ মোকাবেলা ক্ষেত্রের জরুরী পেশাদার বিভাগের সদস্য।
কুয়াং ইউয়ান জেলার কেন্দ্রীয় হাসপাতাল হচ্ছে উচ্চ পর্যায়ের জাতীয় হাসপাতাল। সেখানে চিকিত্সার মান ও অবস্থা বেশ ভালো। ভূমিকম্পের পর এই হাসপাতাল সুশৃংখল চিকিত্সা সেবার দায়িত্ব পালন করে। ফ্রান্সের চিকিত্সা দল নিজের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার এবং কেন্দ্রীয় হাসপাতালের সঙ্গে ত্রাণ ও চিকিত্সার জন্য হাসপাতাল পক্ষ সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়। এই হাসপাতালের অধ্যক্ষ জাং শাও ই আমাদের সংবাদদাতাকে বলেছেন, (২)
আমরা ফ্রান্সের চিকিত্সা দলকে ত্রাণ কাজে যোগ দেয়ার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি। এ দলের প্রধান কাজ হলো জরুরী চিকিত্সা কাজ চালিয়ে যাওয়া। আমরা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী, তাদেরকে হাসপাতালের জরুরী চিকিত্সা প্রদান এবং আইসিইউয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছি।
তাছাড়া, দু'দেশের চিকিত্সকদের ভাষাগত সমস্যা দূর করার জন্য চীন ফ্রান্সের চিকিত্সা দলকে চারজন দোভাষী সরবরাহ করেছে।
ফ্রান্স সরকারের সাহায্য দেয়া ওষুধ, চিকিত্সা সাজ-সরজ্ঞাম ধাপে ধাপে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। চিকিত্সার দায়িত্ব পালনরত ক্রিশ্চিয়ান ডিকানলার্স বলেছেন, এসব ত্রাণ-সামগ্রী পৌঁছানোর পাশাপাশি আমাদের চিকিত্সা কাজ সার্বিকভাবে চলছে।(৩)
ত্রাণ-সামগ্রী ব্যবহারের মাধ্যমে আমরা হাসপাতাল ও দুর্গত এলাকার মধ্যে একটি পরিবহন-টার্মিনাল নির্মাণ করতে পারি। যাতে প্রথম পর্যায়ে আহতদের জন্য চিকিত্সা দেয়া এবং পরবর্তী আহতদের পরিস্থিতি জানা সহজ হয়। কেউ গুরুতর আহত হলে আমরা প্রাথমিক চিকিত্সা দিয়েই তাকে হাসপাতালে পাঠিয়ে দেবো। কেউ সামান্য আহত হলে দ্রুত আমরা তাকে চিকিত্সা দিয়ে সুস্থ করে তুলতে পারি। তাছাড়া, আমরা সম্মুখম্ত্রল্টে আরেকটি চিকিত্সা কেন্দ্র খুলেছি। এ কেন্দ্রের ভ্রাম্যমান চিকিত্সা দল চিকিত্সা প্রদানের জন্য প্রস্তুতি নিচ্ছে। যাতে দুর্গত এলাকায় তাত্ক্ষনিকভাবে সবচেয়ে গুরুতর আহতদেরকে সাহায্য দেয়া যায়।
চিকিত্সা দলের পরিচালক পিয়েরে দ্য ভিলেনিউভ বলেছেন, এ পর্যন্ত চীন ও ফ্রান্সের চিকিত্সকরা আহতদেরকে চিকিত্সার ক্ষেত্রে সুষ্ঠু সহযোগিতার মাধ্যমে চিকিত্সা কাজে যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছে। তিনি আরো বলেছেন, এতো গুরুতর বিপর্যয়ের মুখে চীন সরকার ভূমিকম্প প্রতিরোধ ও ত্রাণ কাজ সুশৃঙ্খলভাবে চালাচ্ছে। এতে তিনি অত্যন্ত বিস্ময় বোধ করেছেন।(৪)
প্রথমে কাজ করার সময় দরকার দু'পক্ষের মধ্যে খাপ খাইয়ে নেওয়া। আমরা বিভিন্ন দেশ থেকে এসেছি। চীনা ভাষা বলতে পারি না। চীনা চিকিত্সকরা ফরাসী ভাষা বলতে পারেন না। তবে আমরা দ্রুত আবিষ্কার করেছি যে, দু'পক্ষের চিকিত্সকদের চিকিত্সার পদ্ধতি ও অঙ্গভঙ্গী একই। বিশেষ করে, আমাদের লক্ষ্য একই। আমাদের লক্ষ্য হলো জনগণের দুঃখকষ্ট লাঘব করা।
কুয়াং ইউয়ান শহরের কেন্দ্রীয় হাসপাতালের বেশির ভাগ চিকিত্সক এই প্রথমবারের মতো ফ্রান্সের চিকিত্সকদের সঙ্গে সহযোগিতা করছেন। আগে তারা উদ্বিগ্ন ছিলেন যে, দু'পক্ষ আদৌ ঘনিষ্ঠ সহযোগিতা করতে পারবে কি না। তবে ফ্রান্সের চিকিত্সক দলের প্রচেষ্টায় তাদের উদ্বেগ দূর হয়ে গেছে। এ হাসপাতালের চিকিত্সক হুয়াং লি মিং বলেছেন, (৫)
ফ্রান্সের চিকিত্সা দল চিকিত্সা সেবায় খুবই নিবেদিতপ্রাণ।
|