চীনের গণ কল্যাণ দফতরের ত্রাণ ও সাহায্য বিভাগ থেকে জানা গেছে, ১৪ জুন রাত নটা পর্যন্ত চীনের দক্ষিণাঞ্চলের নটি প্রদেশ মুষলধারে বৃষ্টির কারণেপ্রায় এক কোটি ৭৮.৭ লাখেরও বেশি মানুষ দুর্গত হয়ে পড়েছে। এতে এ পর্যন্ত ৫৫জন মারা গেছে এবং ৭জন নিখোঁজ রয়েছে।
জানা গেছে, এবারের টানা বৃষ্টিতে প্রত্যক্ষ আর্থিক ক্ষতি প্রায় ১০.৬ বিলিয়ান ইউয়ান।
৬ জুন থেকে জে চিয়াং, চিয়াং সি, হু নান, কুয়াং তোং,কুয়াং সি ও ইয়ুন নানসহ নটি প্রদেশে বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এর জন্য জাতীয় দুর্যোগ প্রতিরোধ কমিটি, গণ কল্যাণ দফতর ১৪ জুন দুর্গত এলাকায় ত্রাণ কর্মী দল পাঠিয়েছে। বর্তমানে দুর্গত এলাকায় পুরোদমে ত্রাণ কাজ চলচ্ছে।(লিলু)
|