চীনের সিছুয়ান ভূমিকম্প কবলিত এলাকায় যে সব দর্শনীয় স্থান পর্যটকদের ভ্রমণের জন্য নিরাপদ , সে সব দর্শনীয় স্থান আবার চালু হবে । সম্প্রতি চীনের পূর্ত মন্ত্রণালয় এ কথা জানিয়েছে ।
ভুমিকম্প কবলিত এলাকায় যে সব দর্শনীয় স্থান পর্যটকদের ভ্রমণের জন্য নিরাপদ , চীনের পূর্ত ও নির্মাণ মন্ত্রণালয় সে সব দর্শনীয় স্থানকে যতো তাড়াতাড়ি সম্ভব আবার চালু করার নির্দেশ দিয়েছে ।
এর পাশাপাশি এ মন্ত্রণালয় ভূমিকম্পে গুরুতর ক্ষতিগ্রস্ত দর্শনীয় স্থানগুলোর সংস্কার ও মজবুতের কাজ যতো তাড়াতাড়ি সম্ভব শুরু করার নির্দেশও দিয়েছে ।
জানা গেছে , সিছুয়ান প্রাদেশিক সরকার ১৫ জুন থেকে লু সান , ই পিং, মেই সান ও লিয়াং সানসহ ১৩টি দর্শনীয় স্থান আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে । (থান ইয়াও খাং)
|