১৫ জুন চীনের শেয়ার তদারকি ব্যবস্থাপনা কমিশন থেকে জানা গেছে, সম্প্রতি শেয়ার ও পুঁজি বাজারের উন্মুক্তকরণ সম্পর্কে যাচাই করার পর চীনের শেয়ার তদারকি কমিশন এই যাচাইয়ের ফলাফল অনুযায়ী এ ক্ষেত্রে আরও ব্যাপক উন্মুক্তকরণ নীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
চীনের শেয়ার তদারকি কমিশনের মুখপাত্র বলেন, চীনের পুঁজি বাজার বহি:বিশ্বের উন্মুক্তকরণের সময় বেশী দিন না হলেও উন্মুক্তকরণের ব্যাপ্তি উচু মানের। বতর্মানে চীনের শেয়ার উন্নয়ন ব্যবস্থা পুঁজি বাজারের পরিপক্কতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেমন, চীনের মূলভূভাগে পুঁজিবিনিয়োককারীদেরকে বি শেয়ার বাজার স্থাপন এবং বিদেশে চীনের শিল্প-প্রতিষ্ঠান শেয়ার বাজার খোলার অনুমোদন দেয়া হয়েছে। বতর্মানে চীনে ছ'টি বিদেশী শেয়ার বিনিময় কেন্দ্রের কার্যালয় খোলা হয়েছে।
এই মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয়েছে যে, অতিরিক্ত দ্রুত গতিতে পুঁজি বাজার উন্মুক্ত করা হলে আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে। পরর্বতীকালে চীন অব্যাহতভাবে যথাযথ পদক্ষেপের মাধ্যমে যথাচিত মাত্রায় শেয়ার শিল্প ও পুঁজি বাজারের উন্মুক্তকরণ সম্প্রসারিত করবে।
|