১১ থেকে ১৪ জুন পযন্র্ত তাইওয়ান প্রণালীর দু পারের সম্পর্ক সমিতি ও তাইওয়ান প্রণালীর বিনিময় তহবিল সংস্থার মধ্যে আলোচনার পর সপ্তাহান্তে তাইওয়ান প্রণালীর দু পারের মধ্যে বিমান চলাচল ও তাইওয়ানে মূল ভূভাগের নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাইওয়ান , হংকং ও ম্যাকাওয়ের প্রচার মাধ্যমে এই ফলাফলের ভূয়সী প্রসংশা করা হয়েছে ।
তাইওয়ানের " লিয়েনহো ও চায়না ডেইলি" সহ বিভিন্ন পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়, এবার বৈঠকের পর শুধু যে সপ্তাহান্তে দু পারের বিমান চলাচল ও তাইওয়ানে মূল ভূভাগের নাগরিকদের ভ্রমণের সম্ভবনা সৃষ্টি হবে তাই নয় , আরও তাত্পর্যসম্পন্ন ব্যাপার এই যে এই বৈঠক তাইওয়ান প্রণালীর দু পারের মধ্যে " শান্তি, সমঝোতা ও সহযোগিতার " পরিবেশ সৃষ্টি করেছে ।
"হংকং ওয়েহুয়ে পত্রিকা" ও " দাকুং পত্রিকা" সহ অন্যান্য পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়, এই বৈঠক আবার শুরু হওয়া ও এ দুটো চুক্তি স্বাক্ষর করা তাইওয়ান প্রণালীর দু পারের স্বদেশীয়দের জন্য একটি কল্যাণকর পদক্ষেপ।
" ম্যাকাও ডেইলি" ও " শিনহুওয়া ম্যাকাও পত্রিকার" সম্পাদকীয়তে বলা হয়, প্রণালীর দু পারের মধ্যে সপ্তাহান্তে বিমান চলাচল চালু ও তাইওয়ানে মূলভূভাগের নাগরিকদের পর্যটন বাস্তবায়িত হওয়ায় তাইওয়ান প্রণালীর দু পারের অর্থনৈতিক বিকাশ ও সামাজিক সমৃদ্ধি আরও গতিশীল হবে ।
|