১৪ জুন তাইওয়ানের প্রধান পত্রিকাগুলো পৃথক পৃথকভাবে তাইওয়ান প্রণালীর যোগাযোগ তহবিল এবং তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্ক বিষয়ক সমিতির মধ্যে আলোচনা পুনরায় শুরু এবং এর লক্ষ্য অর্জনের ইতিবাচক মূল্যায়ন করেছে।
ইউনাইটিড ডেইলি পত্রিকা একটি সম্পাদকীয় ভাষ্যে বলেছে, এবারের দুটি সংস্থার সংলাপে তাইওয়ান প্রণালীর দু'পারের ভাড়া করা বিমানে সাপ্তহিক যাতায়াত এবং মূল-ভূভাগের অধিবাসীদের তাইওয়ান ভ্রমন ত্বরান্বিত করার পাশাপাশি তাইওয়ান প্রণালীর দু'পারের মধ্যে এক ধরনের 'শান্তিপূর্ণ, সমঝোতা ও সহযোগিতামূলক' পরিবেশ সৃষ্টি করেছে।
'বিজনেস টাইমস' একটি সম্পাদকীয়তে বলেছে, তাইওয়ান প্রণালীর দু'পারের স্বদেশবাসীদের একান্ত বিনিময় সংক্রান্ত তাইওয়ান প্রণালীর যোগাযোগ তহবিলের পরিচারক জেনারেল চিয়াং বিনখুন এবং তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্ক বিষয়ক সমিতির সভাপতি ছেন ইয়ুন লিনের উদ্যোগে দুটি সংস্থার মধ্যে প্রায় দশ বছর বন্ধ থাকা যোগাযোগ ও সংলাপ পুনরায় শুরু হয়েছে এবং তাইওয়ান প্রণালীর দু'পারের এই দুটি সংস্থার আলোচনার একটি নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে।–খোং চিয়া চিয়া
|