১৪ জুন চীনের সংস্কৃতি উপমন্ত্রী চৌ পো পিং পেইচিংয়ে বলেছেন , গত কয়েক বছরে চীনের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের কাজে যথেষ্টঅগ্রগতি অর্জিত হয়েছে । ১৪ জুন হলো চীনের তৃতীয় সাংস্কৃতিক উত্তরাধিকার দিবস । এ দিন চীন সরকার চীনের দ্বিতীয় কিস্তির ৫১০টি জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের নামের তালিকা এবং চীনের প্রথম কিস্তির ১৪৭টি জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের অতিরিক্ত নামের তালিকা ঘোষণা করেছে ।
চৌ হো পিং বলৈন , ২০০৬ সাল থেকে চীন সাংস্কৃতিক উত্তরাধিকার দিবস ' পালন করতে শুরু করে । সেই বছর চীন সরকার প্রথম কিস্তির মোট৫১৮টি জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের নাম প্রকাশ করেছে । তখন সমগ্র দেশে জাতীয় , প্রদেশ , শহর ও জেলা --এই চার পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ বিভাগ প্রতিষ্ঠিত হয় । কেন্দ্রীয় সরকার দুই কিস্তি করে মোট ৭৭৭টি জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতিনিধিত্বকারীর নাম ঘোষণা করে এবং দেশের বিভিন্ন স্থানে অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পর্কিত যাদুঘর ও প্রদর্শনী স্থাপন করে । সাংস্কৃতিক উত্তরাধিকার জরীপের কাজও মোটামুটিভাবে সম্পন্ন করা হয়েছে , অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ আইন প্রণয়নের কাজ এখন চলছে ।
|