১৫ জুন থেকে সি ছুয়ান প্রদেশের আংশিক এলাকা পর্যটকদের জন্য খোলা হবে । ১৩ জুন সি ছুয়ান প্রদেশের পর্যটন ব্যুরোর প্রধান চান কু ছেন তু শহরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন । তিনি আরো বলেন , ১৫ জুন থেকে সি ছুয়ান প্রদেশের লোসান , ই পিন , মেই সান ও লিয়ান সানসহ ১৩টি শহর এবং ইয়া আনের পিফোং গিরিখাত ও মেন তিন পাহাড়সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান পর্যটকদের জন্য খোলা হবে ।
চান কু আরো বলেন , সি ছুয়ান প্রদেশের যে সবে অঞ্চল ভূমিকম্পে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে , সে সব অঞ্চলের এখনও প্রধান কাজ হচ্ছে দুর্গতদের পুনবার্সন ও পুনর্নিমান করা । পুনর্নিমানের কাজ শেষ হওয়ার পর দর্শনীয় স্থানগুলো পর্যায়ক্রমে পর্যটকদের জন্য খোলা হবে ।
|