চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের সঙ্গে ১৩ জুন বিকাল সাড়ে চারটায় তিয়াও ইয়ু থাই রাষ্ট্রীয় অতিথি ভবনে তাইওয়ান প্রণালীর বিনিময় তহবিলের চেয়ারম্যান চিয়াং বিন কুন ও এ সংস্থার প্রতিনিধি দলের প্রধান সদস্যরা সাক্ষাত্ করেছেন।
সাক্ষাত্কালে হু চিন থাও বলেন, দুই সংস্থার আলোচনা পুনরায় শুরু করা এবং চুক্তি স্বাক্ষর করার অর্থ হচ্ছে দু'পারের সম্পর্ক উন্নয়নের শুভ সূচনা। এটা সত্যি আনন্দের এবং অভিনন্দন যোগ্য ব্যাপার। তিনি বলেন, চুক্তি স্বাক্ষর দু'পারের স্বদেশবাসীর যাতায়াত বাড়ানো এবং দু'পারের বাণিজ্যিক আদান-প্রদান, ডাক যোগাযোগ ও বিমান চলাচল ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য অনুকূল হবে। তিনি বলেন, দুই সংস্থার আলোচনা পুনরায় শুরু করা এবং বাস্তব সাফল্য অর্জিত হওয়া থেকে যথাযথ প্রমাণিত হয়েছে যে, উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের মেধা ও সামর্থ্য দুটই আছে। হু চিন থাও আস্থার সঙ্গে বলেন, দু'পারের দুই পক্ষ পারস্পরিক আস্থা স্থাপন, মতভেদ দূরে সরিয়ে রেখে ঐক্যমত অন্বেষণ করা এবং উভয়ের কল্যাণ সৃষ্টির মর্ম অনুসারে আমরা অবশ্যই নিরন্তরভাবে আলোচনা প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আরো ইতিবাচক ফলাফল অর্জন করতে পারি।
চিয়াং বিন কুন বলেন, দুই সংস্থার আলোচনা পুনরায় শুরু এবং চুক্তি স্বাক্ষর করা হচ্ছে দু'পারের বিনিময় ইতিহাসের নতুন অধ্যায়। চিয়াং বিন কুন তাইওয়ানের স্বদেশবাসীদের পক্ষ থেকে সিছুয়ান ভূমিকম্প দুর্গত অঞ্চলের হতাহত স্বদেশবাসীদের প্রতি শোক প্রকাশ করেন। তিনি আশা করেন, তাইওয়ানের ২১ সেপ্টেম্বরের ভূমিকম্পের অভিজ্ঞতা সিছুয়ান দুর্গত অঞ্চলের পুনর্গঠন কাজে সহায়ক হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|