v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-13 20:59:36    
মেধা সম্পদেরউদ্ভাবন ও রক্ষার মান উন্নত করতে চীনে রাষ্ট্রীয় মেধা স্বত্ব কৌশলগত কর্ম সূচী চালু

cri
    সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদ " রাষ্ট্রীয় মেধা স্বত্ব কৌশলগত কর্মসূচী" প্রকাশ করেছে । এর মধ্য দিয়ে চীনের মেধা স্বত্ব কৌশলগত কর্মসূচী আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । চীনের একজন কর্মকর্তা ১৩ জুন বলেন , এই কর্মসূচী অনুযায়ী পরবর্তীকালে চীন মেধা স্বত্বআইন ব্যবস্থা নির্মান দ্রুততর করবে , মেধা স্বত্ব রক্ষার মান উন্নত করবে এবং ২০২০ সালে চীনকে এমন একটি দেশে পরিণত করবে যার মেধা সম্পদের উদ্ভাবন, ব্যবহার , রক্ষা এবং পরিচালনার মান অপেক্ষাকৃত উন্নত ।

    মেধা স্বত্ব ইতোমধ্যে রাষ্ট্রেরউন্নয়নের ওপর প্রভাব বিস্তার করার একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে । বিশ্বের বহু দেশ মেধা স্বত্ব রক্ষার কাজকে রাষ্ট্রীয় কৌশলগত নীতির অংশে পরিণত করেছে । চীনও এর ব্যতিক্রমনয় । ১৩ জুন চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য বিভাগের একটি সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় মেধা স্বত্ব ব্যুরোর উপপ্রধান চাং ছিন জানান , চীনে কার্যকররাষ্ট্রীয় মেধা স্বত্ব কৌশলগত কর্মসূচী গোটা দেশ উন্নয়নের অন্যতম কৌশল । এটা পরের একটি দীর্ঘ সময়জুড়ে চীনের মেধা স্বত্ব উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি বলেন , ৫ জুন চীনের রাষ্ট্রীয় পরিষদ " রাষ্ট্রীয় মেধাস্বত্ব কৌশলগত কর্মসূচী" প্রকাশ করেছে । এথেকে স্পষ্টযে , চীনের মেধা স্বত্ব কৌশলগত কর্মসূচী আনুষ্ঠানিক চালু হয়েছে । গোটা রাষ্ট্রের উন্নয়নের কথা বিবেচনা করে কর্মসূচীটিতে স্পষ্টভাষায় বলা হয়েছে , ২০২০ সালে চীন এমন একটি দেশে পরিণত হবে যার মেধা সম্পদের উদ্ভাবন, ব্যবহার , রক্ষা এবং পরিচালনার মান অপেক্ষাকৃত উন্নত।

    বহু বছর ধরে চীন সরকার মেধা স্বত্ব রক্ষার কাজের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে এবং এজন্য আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ ধারাবাহিক আইনী ব্যবস্থা নিয়েছে । যা মেধা স্বত্বলংঘনকারী নানা কর্মকান্ডের ওপর আঘাত হেনেছে । তা সত্ত্বেও কপিরাইট লংঘন এবং নকল প্রকাশনা সহ নানা ঘটনা ঘটে আসছে ।

    মিঃ চাং ছিন বলেন , চীন সরকার তিন বছর আগে কর্মসূচীটি প্রণয়নের কাজ শুরু করে । ১৩ জুন চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য বিভাগের সংবাদ সম্মেলনে চীনের শিল্প-বাণিজ্য প্রশাসন ও কপিরাইট বিভাগের কর্মকর্তা বলেন , কর্মসূচীঅনুযায়ী চীন পেটেন্ট আইন , ট্রেড মার্ক আইন, কপিরাইট আইনসহ নানা বিশেষ মেধা স্বত্ব আইন ও সংশ্লিষ্ট নিয়মবিধি সংশোধন করবে । ধাপেধাপে ঐতিহ্যিক বিদ্যা, লোকশিল্প ও ভৌগলিক নিদর্শনসহ নানা ক্ষেত্রের আইন প্রণয়ন শুরু হবে । এর পাশাপাশি অন্যায় প্রতিদ্বন্দ্বিতা ও বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণে মেধা স্বত্ব সম্পর্কিত সংশ্লিষ্ট নিয়মবিধি উন্নত করা হবে ।

    এছাড়া কর্মসূচীটিতে মেধা স্বত্বরক্ষাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গ্রহণ করার কাজ জোরদার করা হবে । চীনের জাতীয় কপিরাইট ব্যুরোর কপিরাইট বিভাগের উপপ্রদান স্যু ছাও বলেন , আইন ও প্রশাসনিক উপায়ের মাধ্যমে চীন মেধা স্বত্বরক্ষার অবস্থা উন্নত করার চেষ্টা চালাবে ।

    তিনি বলেন , কর্মসূচীঅনুযায়ী আদালতের ফৌজদারী ও দেওয়ানী মামলা বিচারবিবেচনার কাজ জোরদার করতে হবে । পাশাপাশি প্রাশাসনিকউপায়ে রক্ষার কাজ জোরদার করতে হবে ।

    এছাড়া কর্মসূচীটিতে স্পষ্টভাষায় উল্লেখ করা হয়েছে , মেধা সত্ত্বার উদ্ভাবনী ক্ষমতা বাড়ানো হবে , মেধা স্বত্বের ব্যবহার পরিবর্তনকে উত্সাহ দেওয়া হবে, মাধ্যম হিসেবে মেধা স্বত্ব সেবা উন্নত করা হবে এবং মেধা স্বত্বেরবৈদেশিক বিনিময় ও সহযোগিতা সম্প্রসারিত করা হবে ।

    চীনের রাষ্ট্রীয় মেধা সত্ত্ব ব্যুরোর উপপ্রধান চাং ছিন বলেন , কর্মসূচীটিযেমন চীনের স্বয়ংউদ্ভাবনের ক্ষমতা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য বাড়াতে সহায়ক হবে তেমনি দেশবিদেশের যৌথভাবে মেধা সম্পদ উন্নয়নেও উপকার হবে । --চুং শাওলি