১৩ জুন বিকালে জাপানের চিফ কেবিনেট সেক্রৈটরি নোবুতাকা মাছিমুরা বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করা হবে। এর মধ্যে দু'দেশের জনগণের বিনিময় আবার শুরু করা ও উত্তর কোরিয়ার জাহাজ জাপানের বন্দরে ঢুকতে দেওয়ার বিষয় অন্তর্ভূক্ত রয়েছে।
নোবুতাকা মাছিমুরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত দু'দিনে পেইচিংয়ে অনুষ্ঠিত জাপান ও উত্তর কোরিয়ার বৈঠকে উত্তর কোরিয়া অপহরণ বিষয়ে পুনর্তদন্ত এবং জাপানী যাত্রীবাহী বিমান ছিনতাই করার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের প্রত্যার্পণ করতে রাজি হয়েছে। এর প্রতি সাড়া দিয়ে জাপানও উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে বলে জানিয়েছে। তবে তিনি আরো বলেছেন, এখনো জাপান সরকার উত্তর কোরিয়াকে মানবিক পণ্য সরবরাহের কথা বিবেচনা করছে না।(লিলু)
|