চীনের সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্প পরবর্তী "ওয়েন ছুয়ান ভূমিকম্প পুনর্গঠন কর্ম প্রস্তাব" শীর্ষক একটি বিশদ পুনর্গঠন পরিকল্পনা১৩ জুন ঘোষণা করা হয়েছে। এই পরিকল্পনায় দুর্গত এলাকার জনগণের মৌলিক জীবনযাত্রা ও গণ পরিসেবা ব্যবস্থা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
১২ মে ওয়েন ছুয়ান ভূমিকম্পের পর দুর্গত এলাকার জনগণের জানমালের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে, শিল্প ও কৃষি ক্ষেত্রের কিছু উত্পাদনের ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, বুনিয়াদী ব্যবস্থা গুরুতরভাবে বিধ্বস্ত হয়েছে এবং দুর্গত এলাকার অসংখ্য জনগণ গৃহহারা হয়েছে।
এর জন্য পুনর্গঠন পরিকল্পনায় দুর্গত এলাকার জনগণের বাসস্থান, শিক্ষা ও চিকিত্সাসহ বিভিন্ন মৌলিক গণ পরিসেবা ও বুনিয়াদী ব্যবস্থার সমস্যা প্রথমে সমাধান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে দ্রুত আবার উত্পাদন শুরু করা যায়।(লিলু)
|