v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-13 18:34:04    
উন্মুক্তকরণের পিছনে আছে আত্মবিশ্বাস

cri
<P><A href="mms://media.chinaradio.cn/bengalese/culture/0607huati.wma" ><IMG src= /mmsource/images/2005/10/12/laba.gif broder=0></A>&nbsp;&nbsp;&nbsp; সিছুয়ানের ওয়েনছুয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর চীন সারা দেশের শক্তিকে কাজে লাগিয়ে উদ্ধার ও ত্রাণ তত্পরতা চালানোর পাশাপাশি সক্রিয়ভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে দুর্গত অঞ্চলকে সাহায্য দেয়ার আহ্বান জানায় এবং বিদেশী উদ্ধারকারী দল, চিকিত্সক দল ও তথ্য মাধ্যমগুলোর সংবাদদাতাদের অল্প সময়ের মধ্যে দুর্গত অঞ্চলে যাবার অনুমোদন দেয়। চীন সরকারের এই ধারাবাহিক কার্যকলাপ দেখে অতীতে যারা চীনের ওপর পক্ষপাতদুষ্ট ব্যক্তি ও তথ্য মাধ্যমগুলোও প্রশংসা করতে শুরু করে। এবারের ভয়াবহ ভূমিকম্প মোকাবিলায় চীন সর্বোচ্চ পর্যায়ের উন্মুক্ত অবস্থান প্রদর্শন করেছে। এর পিছনে রয়েছে চীনের আত্মবিশ্বাস।
<P>&nbsp;&nbsp;&nbsp; বিদেশী তথ্য মাধ্যমগুলো ওয়েনছুয়ান ভূমিকম্প সম্পর্কে রিপোর্ট করার সময় প্রায় থাংশান ভূমিকম্পের সময়ের তুলনা করে। ১৯৭৬ সালে থাংশান ভূমিকম্পের পর চীন আত্ম-নির্ভর তার সঙ্গে কঠিন অবস্থা অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছিল। তখন চীন সরকার আন্তর্জাতিক সাহায্য প্রত্যাখ্যান করে। কিন্তু এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাই মনে করে, ভূমিকম্প মোকাবেলার প্রক্রিয়ায় চীন সার্বিক নতুন উন্মুক্তকরণ ভাবমূর্তি দেখিয়েছে।
<P>&nbsp;&nbsp;&nbsp; ওয়েনছুয়ান ভূমিকম্পের পর পরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় চীনের দুর্গত অঞ্চলকে নানা সাহায্য দেয়ার জন্য চীন কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়। চীনের রেডক্রস সোসাইটি ও রেড ক্রিসেন্ট আন্তর্জাতিক ফেডারেশনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরী সাহায্যের জন্য আহ্বান জানিয়েছে। চীন জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের পেশাগত উদ্ধারকর্মী দলগুলোকে দুর্গত অঞ্চলে প্রবেশ করতে অনুমোদন দিয়েছে। তা ছাড়া, চীন রাশিয়া ও ইতালিসহ কয়েকটি দেশ এবং তাইওয়ান অঞ্চলের চিকিত্সক দলকেও দুর্গত অঞ্চলে গিয়ে চিকিত্সা করার অনুমোদন দেয়। বিদেশী সংবাদদাতারাও দুর্গত অঞ্চলে সাক্ষাত্কার নেয়ার জন্য কোন বাধাবিঘ্নের সম্মুখীন হয় নি। অনেক বিদেশী সংবাদদাতা ঝুঁকি নিয়ে দুর্গত অঞ্চলে গিয়েছেন। তারা চীনের দুর্যোগ কবলিত এলাকার অবস্থা সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন।
<P>&nbsp;&nbsp;&nbsp; মার্কিন 'লস এ্যান্জেলস টাইমস' পত্রিকা বলেছে, উদ্ধার তত্পরতায় চীন আধুনিক, নমনীয় ও উন্মুক্ত অবস্থান প্রদর্শন করেছে।
<P>&nbsp;&nbsp;&nbsp; সিঙ্গাপুরের 'লিয়ান হো জাও পাও' পত্রিকা বলেছে, চীন খোলা মন নিয়ে আন্তর্জাতিক সাহায্য গ্রহণ করেছে। এ থেকে চীন বিশ্বের কাছে সার্বিক উন্মুক্তকরণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিশে যাওয়ার আত্মবিশ্বাসকে প্রতিষ্ঠিত করেছে।
<P>&nbsp;&nbsp;&nbsp; ১৬ মে এ এফ পি'র একজন নারী সাংবাদিক জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'চীন বিদেশের সাহায্য প্রত্যাখ্যান করে এবং দুর্গত অঞ্চলে সাক্ষাত্কার নেয়ার জন্য আবেদনকারী বিদেশী সংবাদদাতাদের ভিসা দেয় না'। তাঁর কথা শুনে অবিলম্বে ঘটনাস্থলের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের তথ্য মুখপাত্র এলিজাবেথ বায়ারস বলেন, 'আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, এমন সমস্যা মোটেই ছিলো না। কারণ, দুর্যোগ ঘটার প্রথম দিন থেকেই চীন সবসময় জাতিসংঘের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে।' জাতিসংঘের জেনেভা কার্যালয়ের তথ্য বিভাগের প্রধান মারিয়ে হেজ ওই সংবাদদাতাকে বলেন, "আমি তোমাকে চীনের ওপর এমন কথা বলতে দেবো না। আসলে অনেক বিদেশি সংবাদদাতা এখন চীনের দুর্গত অঞ্চলে সাক্ষাত্কার নিচ্ছেন।'
<P>&nbsp;&nbsp;&nbsp; চীনের উন্মুক্তকরণের ভিত্তি হচ্ছে চীন সরকারের প্রশাসনের চিন্তাধারা ও পদ্ধতির পরিবর্তন। সংস্কার ও উন্মুক্তকরণ চালু হওয়ার ৩০ বছরে চীনে আকাশ আর মাটির সমান পরিবর্তন ঘটেছে। চীনের পরিবর্তন কেবল অর্থনৈতিক উন্নয়নের ওপর তা নয়, বরং চীন সরকার ও জনগণের চিন্তাভাবনারও অনেক অগ্রগতি হয়েছে।
<P>&nbsp;&nbsp;&nbsp; সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নের পাশাপাশি দুর্যোগ মোকাবিলার শক্তিও শতগুণ বেড়েছে। এখন চীন আরো উদার মন ও আরো আত্মবিশ্বাসী দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাড়াতে পারে এবং আন্তরিকতার হাত বাড়িয়ে সারা বিশ্বের দেয়া সাহায্য গ্রহণ করতে পারে। চীনের তথ্য মাধ্যমে এক সাক্ষাত্কার দেয়ার সময় মার্কিন বুকিংস ইনস্টিটিউটের গবেষক ডঃ লি চেন বলেন, 'আমি গভীরভাবে উপলব্ধি করেছি যে, চীনের নেতারা এখন আরো পরিণত হয়েছেন এবং তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী। (ইয়ু কুয়াং ইউয়ে) </P>