১৩ জুন চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত সিছুয়ানের থাং চিয়া শান ভূমিকম্প হ্রদের পানি নিষ্কাশন এলাকায় স্বাস্থ্য জরিপের ফলাফল অনুযায়ী, ১১ জুন দুপুর ১২টা পর্যন্ত ঐ এলাকার পানির মধ্যে রাসায়নিক শিল্পবর্জ্য বা অন্যান্য দূষিত পদার্থের অস্তিত্ত পাওয়া যায় নি। স্থানীয় খাদ্য ও পানীয় জল পরীক্ষার ফলাফল স্বাভাবিক।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, থাং চিয়া শানের ভূমিকম্প হ্রদের পানি নিষ্কাশনের মধ্য দিয়ে বন্যা নিয়ন্ত্রণের কাজ সফল হওয়ার পর স্বাস্থ্য বিভাগ ঐ এলাকার পানির গুণগত মানের তত্ত্বাবধান কাজ জোরদার করেছে। তারা আশেপাশের প্রায় ১৫০টি আবাসিক এলাকার ২ লাখেরও বেশি মানুষের চিকিত্সা ও মহামারী প্রতিরোধের কাজও অন্তর্ভুক্ত করেছে। দুর্গত অঞ্চলের পানির গুণগত মানের তত্ত্বাবধান কাজে প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় সিছুয়ান দুর্গত অঞ্চলে পানির নমুনা নেয়ার জন্য ৪৭টি বিশেষ গাড়ি পাঠিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|